অনুষ্ঠিত হয়ে গেল ঢাকা মেট্রো হাফ ম্যারাথন ২০২৫
রাজধানী ঢাকায় গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়ে গেল প্রতীক্ষিত ক্রীড়া আয়োজন—আকিজ বাইসাইকেল ঢাকা মেট্রো হাফ ম্যারাথন ২০২৫। ভোর থেকে নগরবাসী বৃষ্টি উপেক্ষা করে অংশগ্রহণ করেন এক প্রাণবন্ত রান উৎসবে, যেখানে দেশের বিভিন্ন জেলা ও বিদেশ থেকে আসা দৌড়বিদেরা অংশ নেন। হাতিরঝিলে অ্যাম্ফিথিয়েটার থেকে শুরু হয়ে এ ম্যারাথন ছড়িয়ে পড়ে শহরের প্রাণকেন্দ্রে।
ইভেন্টে ছিল ৪টি ক্যাটাগরি। ২১.১ কিলোমিটার হাফ ম্যারাথন, ১৫ কিলোমিটার রান, ৭.৫ কিলোমিটার রান ও ১ কিলোমিটার কিডস রান।
ভোর ৪টা ৫৪ মিনিটে হাফ ম্যারাথন এবং ৫টায় ৭.৫ ও ১৫ কিলোমিটার দৌড় শুরু হয়। প্রতিযোগীদের জন্য ছিল বিশ্বমানের মেডিকেল সহায়তা, হাইড্রেশন পয়েন্ট, কুলিং জোন ও লাইভ টাইমিং–সুবিধা। ইভেন্ট ব্যবস্থাপনায় ছিলেন শতাধিক স্বেচ্ছাসেবক। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বিক সহযোগিতা করেছে।
আকিজ বাইসাইকেল ঢাকা মেট্রো হাফ ম্যারাথনের রেস কো-অর্ডিনেটর মো. জাহিদুল ইসলাম বলেন, ‘আজকের আয়োজন কেবল একটি দৌড় প্রতিযোগিতা নয়, বরং একটি স্বাস্থ্যবান, সচেতন ও সক্রিয় নগরজীবনের বার্তাবাহক। আমরা চেয়েছি, নগরবাসীকে সম্পৃক্ত করে শহরকে উৎসবে পরিণত করতে।’
আয়োজকদের পক্ষ থেকে শহরবাসী ও যানচালকদের প্রতি আন্তরিক অনুরোধ জানানো হয়, নির্দিষ্ট সময়ে নির্ধারিত সড়কগুলো এড়িয়ে চলার জন্য। আজকের আয়োজন শুধু দৌড় নয়, এটি একটি বার্তা—সুস্থতা, সংহতি ও সচেতনতার।
উল্লেখ্য, এ আয়োজনের অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে ছিল প্রথম আলো।