কোনো ওসির এলাকায় কিশোর গ্যাং থাকলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা: ডিএমপি কমিশনার

রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে আজ শনিবার সকালে ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।ছবি: ডিএমপি নিউজের সৌজন্যে

‘কিশোর গ্যাংয়ের’ তৎপরতা রোধে এবং পরিবহনে চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থা নিতে ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. হাবিবুর রহমান। তিনি বলেছেন, যে ওসির থানা এলাকায় কিশোর গ্যাংয়ের অস্তিত্ব পাওয়া যাবে, তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

আজ শনিবার সকালে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এসব কথা বলেন হাবিবুর রহমান। ডিএমপির বিভিন্ন থানার ওসিদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

ডিএমপি কমিশনার বলেন, পরিবহনে চাঁদাবাজি বন্ধ করতে হবে। পরিবহনে চাঁদাবাজির সঙ্গে জড়িত কারও সঙ্গে পুলিশের কোনো সদস্য—বিশেষ করে কোনো ওসির সংশ্লিষ্টতা পেলে তাঁকেও ছাড় দেওয়া হবে না। ফুটপাত দখল করে কেউ যাতে হকার বসাতে না পারে, এ বিষয়ে ব্যবস্থা নিতে হবে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, ফুটপাতে দোকান বসানো নিয়ে একধরনের খেলা চলে। কখনো সকালে ফুটপাতের দোকান বন্ধ করে আবার বিকেলে বসানো হয়। আবার কখনো ডান পাশ থেকে সরিয়ে বাঁ পাশে বসানো হয়। ফুটপাতে হকার বসানো নিয়ে এসব খেলা বন্ধ করতে হবে।

হিজড়ারা কেউ যদি বাসাবাড়ি, সড়ক ও যানবাহনে চাঁদাবাজি করেন, তাঁদের আইনের আওতায় আনা হবে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, সম্প্রতি রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকায় একটি ঘটনায় একজন হিজড়ার বিরুদ্ধে পুলিশ আইনানুগ ব্যবস্থা নিয়েছে। হিজড়াদের বিভিন্ন সদস্যের নামে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এসব অভিযোগের আলোকে তাঁদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে।

পবিত্র রমজান মাসে রাজধানীতে যানজট নিরসনের ওপর বিশেষ নজর দেওয়ার নির্দেশনা দিয়ে ডিএমপি কমিশনার বলেন, এখন পর্যন্ত রমজানে যান চলাচল ব্যবস্থা বেশ ভালো। এটা ধরে রাখতে হবে। ট্রাফিক পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের পাশাপাশি ডিএমপির অপরাধ বিভাগের কর্মকর্তাদেরও রাস্তায় থেকে দায়িত্ব পালন করতে হবে।

অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খ. মহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা শাখা) মোহাম্মদ হারুন অর রশীদসহ যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনাররা ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।