উত্তরায় বহুতল ভবনে আগুন
রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরের একটি বহুলতল ভবনে আগুন লেগেছে। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট অংশ নেয়।
রাত ৩টা ৫০ মিনিটে প্রথম আলোকে এসব তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা রাফি আল ফারুক।
ওই অগ্নিকাণ্ডের বিষয়ে জানতে রাত ৪টা ৪০ মিনিটে প্রথম আলোর পক্ষ থেকে আবার ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে ফোন করা হয়। কর্তব্যরত কর্মকর্তা জানিয়েছেন, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তখনো আগুন নিয়ন্ত্রণের আসার কোনো ঘোষণা দেওয়া হয়নি।
রাফি আল ফারুক বলেন, উত্তরার ৭ নম্বর সেক্টরের ২৮ নম্বর সড়কে অবস্থিত সাইদ গ্র্যান্ড সেন্টার নামের ওই ভবনটি ১৩তলা বিশিষ্ট।
তাৎক্ষণিক আগুণ লাগার কারণ বা হতাহতের কোনো খবর জানা যায়নি।