মধ্যরাতে ভিপি নুরুলের বাসা থেকে ছাত্র অধিকারের সভাপতিকে গ্রেপ্তার

কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা
ছবি: সংগৃহীত

গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বাসা থেকে কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার গভীর রাতে রাজধানীর মহানগর প্রকল্পে নুরুলের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

আজ বুধবার সকালে পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মো. রাজীব আল মাসুদ ইয়ামিন বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ২১ জুলাই রাজধানীর পল্টনে ভাঙচুরের একটি মামলার আসামি হিসেবে বিন ইয়ামিন মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল রাত দুইটার পর ফেসবুক লাইভে এসে নুরুল হক বলেন, মধ্যরাতে তাঁর বাসায় ডিবি ‘হানা’ দিয়েছে। তাঁর বাসার দরজা ভেঙে কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছে ডিবি। তারা বলছে, বাসার ভেতর ঢুকতে না দিলে তারা ইয়ামিনকে জোর করে নিয়ে যাবে।

নুরুল হক বলেন, ‘আমাদের ছাত্ররা যখন সরকার পতন আন্দোলনে ঐক্যবদ্ধ, তখনই প্রশাসন নানাভাবে হুমকি দিচ্ছে।’

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান আজ সকালে প্রথম আলোকে বলেন, এর আগে গতকাল রাতে ইয়ামিনের বাবাকে তাঁর বাসা থেকে এবং ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসানকে ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয়। তাঁদের আজ সকালে ছেড়ে দেওয়া হলেও ইয়ামিন মোল্লাকে ডিবি ছেড়ে দেয়নি।