চাকরি ছেড়ে ব্যবসায়, এখন আগুনে ‘নিঃস্ব’

দোকানে মজিবুর রহমান। আজ রোববার সকালে
ছবি: প্রথম আলো

চাঁদপুর থেকে ঢাকায় এসে ১২ বছর বিভিন্ন বিপণিবিতানে চাকরি করেছেন মজিবুর রহমান। চাকরি ছেড়ে কিছুদিন নিউ সুপার মার্কেটের নিচতলায় মশারি বিক্রি করতেন। এবার পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে একটি দোকান নিয়ে শুরু করেন কাপড়ের ব্যবসা।

নিজের জমানো টাকা আর আত্মীয়স্বজনের কাছ থেকে ধারদেনা করে থ্রি-পিসসহ বিভিন্ন ধরনের পোশাক দোকানে তুলেছিলেন মজিবুর। বিক্রিও ভালোই হচ্ছিল। তিনি ভেবেছিলেন, এই ব্যবসা তাঁর ভাগ্য বদলে দেবে। কিন্তু গতকাল শনিবার নিউ সুপার মার্কেটে লাগা আগুনে মিরাজ মাহী নামের মজিবুরের দোকানটি পুড়ে গেছে।

আজ রোববার সকালে দোকানে এসে পোড়া কাপড় দেখে কান্নায় ভেঙে পড়েন মজিবুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, ‘আগুনে আমার দোকানের সব কাপড় পুড়ে গেছে। আত্মীয়স্বজনের কাছ থেকে ধারদেনা করে কাপড় তুলেছিলাম।’

মজিবুরের গ্রামের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জে। দুই ছেলের মধ্যে লাব্বি রহমান বড়। আজ বাবার সঙ্গে দোকানে এসেছে সে-ও। নবম শ্রেণিতে পড়ুয়া লাব্বি প্রথম আলোকে বলে, ‘আগুন আমাদের সব শেষ করে দিয়েছে।’

শুধু মজিবুর রহমান নন, আগুনে পুড়ে সর্বস্ব হারিয়েছেন এই মার্কেটের অনেক ব্যবসায়ী। তাঁরা বলছেন, সরকার অনুদান না দিলে তাঁদের অনেকের পক্ষে আর ঘুরে দাঁড়ানো সম্ভব নয়।

ব্যবসায়ীদের দাবি, ঢাকার নিউ সুপার মার্কেটে দোকান রয়েছে ১ হাজার ২৭৫টি। এর মধ্যে ২৪৩টি দোকান আগুনে পুড়ে গেছে। আবার আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিসের দেওয়া পানিতে ভিজে অনেক দোকানের কাপড় নষ্ট হয়ে গেছে।

ব্যবসায়ী মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, ‘আমরা চাই, পরীক্ষা-নিরীক্ষা করে দু-এক দিনের মধ্যে দোকানগুলো খুলে দেওয়া হোক।’

গতকাল শনিবার ভোরে নিউমার্কেটসংলগ্ন ঢাকা নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।