প্রায় আড়াই ঘণ্টা পর লালবাগের আগুন নিয়ন্ত্রণে

ছবি: সংগৃহীত

রাজধানীর লালবাগের চকবাজারের একটি প্লাস্টিক কারখানায় লাগা আগুন দুই ঘণ্টা ২০ মিনিট পর নিয়ন্ত্রণে এসেছে।

আজ সোমবার দুপুর ১২টার দিকে চকবাজারের দেবীদ্বার ঘাটে একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগে। পরে এটি একটি রেস্তোরাঁতেও ছড়িয়ে পড়ে।

প্রথমে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট গেলেও পরে তাতে আরও ২টি যুক্ত হয়ে মোট ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। বেলা ২টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিস সূত্র জানায়।

ফায়ার সার্ভিসের কর্তব্যরত কর্মকর্তা দেওয়ান প্রথম আলোকে বলেন, আগুন লাগার পর তা ছড়িয়ে পড়ে। একটি প্লাস্টিক কারখানায় প্রথমে আগুন লেগেছিল বলে জানা যায়। পরে একটি রেস্তোরাঁয় তা ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান সাংবাদিকদের বলেন, যে ভবনে আগুনের সূত্রপাত হয়েছে, সেখানে প্লাস্টিক, জুতা আর খেলনার কারখানা ছিল। ভবনের নিচতলায় ‘বরিশাল হোটেল’ নামে একটি হোটেল আছে। সেখান থেকে আগুনের সূত্রপাত। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

বিস্তারিত তদন্তের পর আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে উল্লেখ করেন তিনি।

জিল্লুর রহমান আরও বলেন, যে ভবনে আগুনের সূত্রপাত হয়েছে, সেটিসহ আশপাশের কোনো ভবন নির্মাণের নিয়মনীতি মানা হয়নি। এ কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে এত দেরি হয়েছে।

আরও পড়ুন

লালবাগ পুলিশের উপকমিশনার (ডিসি) জাফর হোসেন সাংবাদিকদের বলেন, নিয়মনীতির তোয়াক্কা না করে অবৈধভাবে এসব কারখানা গড়ে তোলা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী বলেন, সরকারি জমি লিজ নিয়ে এসব কারখানা গড়ে তোলা হয়েছে। যে হোটেল থেকে আগুন লেগেছে, সেখানে আগে গ্যাসের লাইন ছিল। বিল বকেয়া থাকায় হোটেলটির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। তখন থেকে তারা গ্যাস সিলিন্ডার ব্যবহার করছে।

ওই প্রত্যক্ষদর্শী আরও বলেন, আজ আনুমানিক ১২টার দিকে বিকট শব্দ শুনে বের হয়ে দেখেন ওই হোটেলে আগুন জ্বলছে। এরপর সেখান থেকে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে।