সৌরবিদ্যুৎকেন্দ্র করতে চায় ইন্দোনেশিয়া

বাংলাদেশে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হিরু হরতানতু সুবোলো আজ সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেন
ছবি: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সৌজন্যে

বাংলাদেশে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের আগ্রহ প্রকাশ করেছে ইন্দোনেশিয়া। প্রাথমিকভাবে এটি ১০০ মেগাওয়াট সক্ষমতার কেন্দ্র হতে পারে। তবে পরে এটি বাড়িয়ে ৫০০ মেগাওয়াট পর্যন্ত করার চিন্তা আছে তাদের। আজ বুধবার সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করে এ আগ্রহের কথা জানান বাংলাদেশে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হিরু হরতানতু সুবোলো।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটি জানানো হয়েছে। এতে বলা হয়, সৌজন্য সাক্ষাতের সময় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ সময় ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ভ্রাতৃপ্রতিম এই দেশ বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। দুই দেশের সম্পর্ক দীর্ঘদিনের। বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতা করার অনেক ক্ষেত্র রয়েছে। অভিজ্ঞতা বা সম্পদ বিনিময় করে উভয় দেশ আরও লাভবান হতে পারে।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, গ্যাস খাতে উন্নয়নে দুই দেশ একযোগে কাজ করতে পারে। বাংলাদেশে ব্যাপক উন্নয়নের সঙ্গে সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিপুল বিনিয়োগের সুযোগ হয়েছে। সঞ্চালন, সাবস্টেশন, স্থলে ও সমুদ্রে বায়ুবিদ্যুৎ ইত্যাদি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান অবস্থা ও সম্ভাবনা নিয়েও আলোচনা করেন প্রতিমন্ত্রী।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পারতামিনার হেড অব প্রজেক্ট ডেভেলপমেন্ট জোহান কে নভরিয়ান।