রাজধানীর রামপুরায় সীমানাপ্রাচীর ধসে মারা গেল ৫ বছরের জিসান

লাশপ্রতীকী ছবি

রাজধানীর রামপুরায় রিকশার গ্যারেজের সীমানাপ্রাচীর ধসে জিসান ভূঁইয়ার (৫) মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।

জিসানের মামা নয়ন রাজ প্রথম আলোকে বলেন, আজ সকালে বাসার পাশের একটি চায়ের দোকানে গিয়েছিলেন জিসানের মা ঝুমুর বেগম। সঙ্গে জিসানও ছিল। ফেরার সময় সড়কের পাশের একটি রিকশার গ্যারেজের সীমানাপ্রাচীরের কিছু অংশ ধসে পড়লে জিসান তাতে চাপা পড়ে।

গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক জিসানকে মৃত ঘোষণা করেন। এ তথ্য জানান ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক।

জিসান ভূঁইয়ার বাবার নাম মিরাজ ভূঁইয়া। তিনি পেশায় ভ্যানচালক। জিসান মা–বাবার সঙ্গে রামপুরার কুঞ্জবন এলাকায় থাকতো।