ঢাকা মেডিকেলে বোরকা পরে রোগীর স্বজনদের টাকা-অলংকার চুরির অভিযোগে কিশোর আটক

হাতকড়া
প্রতীকী ছবি

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোগী ও তাঁদের স্বজনদের টাকা ও অলংকার চুরির অভিযোগে এক কিশোরকে আটক করেছেন আনসার সদস্যরা। সোমবার রাতে তাকে শাহবাগ থানা–পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ বলছে, বোরকা পরে হাসপাতালে ঘুরে বেড়াত কিশোরটি। সুযোগ বুঝে মুখে স্প্রে ছিটিয়ে অচেতন করে চুরি করত সে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত আনসারের প্লাটুন কমান্ডার উজ্জ্বল সরকার বলেন, গত রোববার হাসপাতালের মেডিসিন বিভাগে বোরখা পরা একজন এক রোগীর স্বজন নারীকে স্প্রে মেরে পাঁচ হাজার টাকা নেয়। তখন আনসার সদস্যদের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে সে টাকা চুরির কথা স্বীকার করে।

অভিযোগ রয়েছে, ওই কিশোরকে আটকের পর মারধর করা হয়েছে। এ বিষয় আনসার প্লাটুন কমান্ডার উজ্জ্বল বলেন, ‘আমরা পরিচালকের নির্দেশে আটক করে রেখেছিলাম তার কাছ থেকে আরও তথ্য পাওয়া জন্য। আজ পরিচালকের কক্ষে চুরির কথা স্বীকার করানোর জন্য কয়েকটি চড়–থাপ্পড় মারা হয়েছে।’

ওই কিশোরের বাড়ি নারায়ণগঞ্জের নিমতলা এলাকায়। ভুক্তভোগী এক রোগীর স্বজন নুরজাহানের দাবি, এই কিশোর গত শনিবার তাঁর কাছ থেকে সাড়ে ৯ হাজার টাকা ও কানের দুল নিয়ে গেছে। কীভাবে নিল জানতে চাইলে তিনি বলেন, ‘বোরখা পরে এক মহিলা সামনে এসে হাত স্পর্শ করে। এরপর আর কিছুই বলতে পারব না।’