মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের অংশ হিসেবে প্রথমা বুক ক্যাফে শিশু-কিশোর কর্নারের (কিডস জোন) আয়োজনে ‘ভালোবাসি বাংলা ভাষা’ মেলা অনুষ্ঠিত হচ্ছে আজ শনিবার। রাজধানীর মাদানী অ্যাভিনিউর কোর্ট সাইডের শেফস টেবিলে এ মেলার আয়োজন করা হবে।
এবারের মেলায় শিশু-কিশোরদের জন্য থাকছে কিছু প্রতিযোগিতা। দশম শ্রেণি পর্যন্ত যেকোনো শিক্ষার্থীরা অংশ নিতে পারবে এ প্রতিযোগিতায়। থাকছে চিত্রাঙ্কন (ছবি আঁকা) ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা।
প্রতিযোগিতা শুরু হবে বেলা দুইটায়। হাতের লেখা প্রতিযোগিতা বেলা তিনটায়। প্রতিযোগিতা হবে দুটি বিভাগে। দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ক বিভাগ আর ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত খ বিভাগ। বিচারক হিসেবে উপস্থিত থাকবেন শিল্পী অশোক কর্মকার, মাসুক হেলাল, আরাফাত করিম এবং এস এম রাকিবুর রহমান।
‘ভালোবাসি বাংলা ভাষা’ মেলায় আরও থাকছে জাদু প্রদর্শনী, অরিগ্যামি, গুফি ওয়ার্ল্ড পরিবেশনা, গীতাঞ্জলি সংগীত একাডেমির গান, মাহমুদা আক্তারের গল্প বলা, রোবট ড্যান্স ও পুরস্কার বিতরণীসহ নানা আয়োজন। এ আয়োজনে জাদুশিল্পী জুয়েল আইচ, প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হকসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রথমা প্রকাশন প্রকাশ করেছে পাঁচটি নতুন বই। এ বইয়ের মোড়ক উন্মোচন করা হবে।
প্রথমা বুক ক্যাফের শিশু–কিশোর কর্নারটি শিশুদের জন্য সাজানো হয়েছে। কীভাবে সন্তানের বন্ধু হবেন প্যারেন্টিং সেশনটি পরিচালনা করবেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট সহযোগী অধ্যাপক ফারজানা রহমান। আয়োজনটি সবার জন্য উন্মুক্ত থাকবে।