যুক্তরাজ্যভিত্তিক স্কুল হেইলিবারির যাত্রা শুরু হচ্ছে দেশে

রাজধানীতে হেইলিবারি স্কুলের উদ্বোধন করা হয়
ছবি: সংগৃহীত

বাংলাদেশে প্রথম শতভাগ আবাসিক সুবিধাসহ আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করছে হেইলিবারি। বাংলাদেশে হেইলিবারির যাত্রা উপলক্ষে আজ শনিবার রাজধানীর লা মেরিডিয়েন হোটেলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বলা হয়, যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অন্যতম হেইলিবারি ও বাংলাদেশের বেস্ট সার্ভিসেস লিমিটেডের যৌথ উদ্যোগে দেশে এই স্কুলের কার্যক্রম চলবে।

ময়মনসিংহের ভালুকায় হবে স্কুলের ক্যাম্পাস। সেখানে এক হাজার শিক্ষার্থীর আবাসিক সুবিধা থাকবে। ঢাকার নিকুঞ্জতে প্রতিষ্ঠানটির কার্যালয় থাকছে। আগামী বছরের জানুয়ারি থেকে হেইলিবারি স্কুলে ভর্তি কার্যক্রম শুরু হবে; আর ইংলিশ মিডিয়ামের শিক্ষাবর্ষের শুরু অর্থাৎ আগস্টে শিক্ষা কার্যক্রম শুরু হবে।

হেইলিবারি ভালুকা নামের এই স্কুলের প্রতিষ্ঠাতা আমিন আহমেদ জানিয়েছেন, তাদের স্কুলে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ানো হবে। তবে আগামী বছর প্রথম দফায় ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশে বিশ্বমানের শিক্ষাব্যবস্থা চালু করতে হেইলিবারি স্কুলের প্রথম উদ্যোগ এটি। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের সর্বোচ্চ মান নিয়ে এই স্কুল মাইলফলক হিসেবে কাজ করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন, ময়মনসিংহ-১১ আসনের সংসদ সদস্য কাজিম উদ্দিন আহমেদ, ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন এবং হেইলিবারি ইউকের প্রধান শিক্ষক মার্টিন কলিয়ার।