পুরান ঢাকার নাজিরা বাজারের আগুন নিয়ন্ত্রণে

পুরান ঢাকার নাজিরা বাজারে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ঢাকা, ১ জানুয়ারিছবি: ফায়ার সার্ভিসের সৌজন্যে

পুরান ঢাকার নাজিরা বাজারে একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রাত সাড়ে ১২টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সদর দপ্তর এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত ১২টা ৩৩ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সংস্থাটির তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১২টা ৪২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি। এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।