বিভিন্ন স্থানে সংঘর্ষ–ভাঙচুর, যানবাহনে অগ্নিসংযোগ

হরতাল-অবরোধের সমর্থনে সিলেট-সুনামগঞ্জ সড়কে টায়ারে আগুন ধরিয়ে অবস্থান নেন যুবদলের কর্মীরা। গতকাল সকালে সিলেটের মদিনা মার্কেট এলাকায়
ছবি: প্রথম আলো

বিএনপির ডাকা অবরোধের দ্বিতীয় দিন গতকাল বুধবারও দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, হামলা, ভাঙচুর, গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঢাকায় ৪টিসহ সারা দেশে মোট ১৩টি যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে। এর মধ্যে বগুড়া, চট্টগ্রামের সীতাকুণ্ড, সিরাজগঞ্জের রায়গঞ্জ ও পাবনার ঈশ্বরদীতে পণ্যবাহী চারটি ট্রাক পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ঈশ্বরদীতে চলন্ত ট্রেনে ককটেল ও পেট্রলবোমা ছোড়া হয়েছে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আগের দিনের সংঘর্ষে আহত কিশোরগঞ্জের ভৈরবে আশিক মিয়া (৫০) নামের এক চা–বিক্রেতা গতকাল মারা গেছেন। এ নিয়ে গত পাঁচ দিনের সহিংসতায় পুলিশের এক সদস্যসহ আটজনের মৃত্যু হলো। বগুড়া ও নারায়ণগঞ্জে গতকালও অবরোধকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান। গতকাল বিভিন্ন স্থানে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন।

প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী, ঢাকাসহ দেশের বড় শহরগুলোয় আগের দিনের চেয়ে বেশি গণপরিবহন চোখে পড়েছে। ব্যক্তিগত যানও দেখা গেছে কিছু। তবে কোথাও যানজট দেখা যায়নি। গতকালও দূরপাল্লার বাস রাস্তায় নামেনি। লোকাল বাস ও থ্রি-হুইলারে যাতায়াত করেছেন সাধারণ যাত্রীরা। ট্রেন যথারীতি চলেছে। তবে যাত্রী ছিল কম। নৌপথেও ছিল একই অবস্থা। লঞ্চ, ফেরি চললেও যাত্রী খুব একটা দেখা যায়নি। সড়ক–মহাসড়কে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরব উপস্থিতি। বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে দেখা গেছে ক্ষমতাসীন দলের নেতা–কর্মীদের।

পণ্যবাহী যানে আগুন

বগুড়া-রংপুর মহাসড়কের বগুড়ার গোকুল এলাকায় পণ্যবাহী ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা
ছবি: প্রথম আলো

বগুড়ায় ট্রাক থামিয়ে পেট্রল ঢেলে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। ট্রাকটিতে ফাউন্ড্রি (ঢালাই) শিল্পের কাঁচামাল ছিল। দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোকুল এলাকায় পুণ্ড্র ইউনিভার্সিটির সামনে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের সীতাকুণ্ডে যান চলাচল প্রথম দিনের তুলনায় গতকাল অনেকটা স্বাভাবিক ছিল। আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্য দিদারুল আলমের নেতৃত্বে সকালে অবরোধবিরোধী মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়। বেলা সাড়ে তিনটায় সীতাকুণ্ড পৌর সদরের পন্থিছিলা এলাকায় সংসদ সদস্যের পরিচালনাধীন ব্যবসায়িক প্রতিষ্ঠান দিদারুল আলম অ্যান্ড ব্রাদার্সের একটি লরিতে পেট্রলবোমা ছুড়ে আগুন দেয় দুর্বৃত্তরা।

সিরাজগঞ্জেও পণ্যবাহী ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাত নয়টার দিকে উপজেলার ষোলমাইল তবারীপাড়া এলাকায় বগুড়া-নগরবাড়ী মহাসড়কে এ ঘটনা ঘটে। এতে হতাহতের খবর পাওয়া যায়নি। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পাবনার ঈশ্বরদীর মুলাডুলি সবজি আড়ত এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে পণ্যবাহী ট্রাকে আগুন দেওয়া হয়। পুলিশ বলছে, মোটরসাইকেলে এসে দুই ব্যক্তি ট্রাকে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।

রাজধানীর মুগদা মেডিকেল কলেজের সামনের সড়কে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা
ছবি: তানভীর আহাম্মেদ

ঢাকায় গতকাল চারটি বাসে আগুন দেওয়া হয়েছে। সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে মুগদায় মিডলাইন পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। বেলা ১১টা ১০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সন্ধ্যা ৬টার দিকে শ্যামলী স্কয়ারের সামনে ওয়েলকাম পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বারিধারায় সন্ধ্যা ৭টা ৭ মিনিটে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয় বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে। রাত ৯টা ১২ মিনিটে মিরপুর-১২-এর সিরামিক্স এলাকায় গ্রিন ইউনিভার্সিটির দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। পুলিশ জানিয়েছে, সারা দিনই ঢাকার বিভিন্ন এলাকায় যানবাহনে চোরাগোপ্তা হামলা, ঢিল ছোড়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সন্ধ্যার পর এ ধরনের ঘটনা বেড়েছে।

অবরোধের দ্বিতীয় দিনেও সড়কে যানবাহন অনেকটাই কম। রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে
ছবি: আশরাফুল আলম

রাজধানীর গুলশান পুলিশ প্লাজার সামনে গতকাল রাতে নির্মাতা ও চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনির মা-বাবাকে বহনকারী গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বিষয়টি ফেসবুক পোস্টে জানিয়েছেন তিনি।

এ ছাড়া ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে গাজীপুরে দুটি বাসে আগুন দেওয়া হয়েছে। বাস দুটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়া এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ায় গাছ কেটে রাস্তায় ফেলে ব্যারিকেড দেয় দুর্বৃত্তরা। পরে আটকে যাওয়া দুটি খালি ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয়।

পাবনার ঈশ্বরদীতে বাংলাদেশ-ভারত মৈত্রী এক্সপ্রেস ট্রেনে ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ট্রেনটি কলকাতা থেকে দুপুর ১২টার দিকে ঈশ্বরদী জংশন স্টেশনে পৌঁছায়। সেখানে যাত্রাবিরতি দিয়ে আবার ঢাকার উদ্দেশে রওনা দেয়। জংশন স্টেশন থেকে ঈশ্বরদী বাইপাস স্টেশনে পৌঁছার আগেই পৌনে একটার দিকে লোকোশেড এলাকায় ট্রেনটিকে লক্ষ্য করে দুর্বৃত্তরা ককটেল ও পেট্রলবোমা ছোড়ে। এতে ট্রেনের জানালার কাচ ফেটে যায়। ট্রেনের যাত্রীরা আতঙ্কিত হয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করেন।

রেলওয়ের পাকশী অঞ্চলের পুলিশ সুপার (এসপি) মো. শাহাবুদ্দিন প্রথম আলোকে বলেন, ঘটনাটি ঘটেছে চলন্ত ট্রেনে। তদন্ত শেষে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অবরোধ ছিল, ছিল হরতালও

অবরোধের মধ্যে দেশের পাঁচ জেলায় গতকাল হরতাল পালিত হয়েছে। সিলেট বিভাগের চার জেলা ও কিশোরগঞ্জে সকাল-সন্ধ্যা হরতাল পালন করেছে বিএনপি। সিলেটে হরতাল চলাকালে ছাত্রদল-জামায়াতের সঙ্গে ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগের সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। পুলিশ ছাত্রদল ও বিএনপির ছয় নেতা-কর্মীকে আটক করেছে। বেলা সাড়ে ১১টার দিকে জেলা ও মহানগর ছাত্রদল নগরের বন্দরবাজার এলাকায় বিক্ষোভ মিছিল বের করলে সংঘর্ষের ঘটনা ঘটে।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মো. আজবাহার আলী শেখ বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেটের পাশাপাশি কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে।

কুলিয়ারচরে পুলিশ-বিএনপির সংঘর্ষে দুই নেতা নিহতের প্রতিবাদে গতকাল হরতাল ছিল কিশোরগঞ্জে। ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের সদরের সাদুল্যাপুর এলাকায় সকাল সাতটার দিকে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন হরতাল–সমর্থকেরা। সকাল ৯টার দিকে শহরের নতুন জেলখানা মোড়ে একটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুরের ঘটনা ঘটে।

মঙ্গলবার কিশোরগঞ্জের ভৈরবে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষের সময় কাঁদানে গ্যাসের ধোঁয়ায় অসুস্থ হয়েছিলেন এক চা–বিক্রেতা। গতকাল চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তাঁর। তাঁর নাম আশিক মিয়া, বাড়ি পৌর শহরের গাছতলাঘাট এলাকায়। ভৈরব উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলামের দাবি, আশিক পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য ছিলেন। তবে আশিকের পরিবার বলছে, তিনি রাজনীতি করতেন না।

এদিকে অবরোধের সমর্থনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সাতটি ফটকে সকাল সাড়ে সাতটার দিকে তালা ঝুলিয়ে দেন ছাত্রদলের নেতা-কর্মীরা। পরে সকাল আটটার পর পাঁচটি ফটকের তালা ছাত্রলীগের নেতা-কর্মীরা ভেঙে ফেলেন। আর বাকি দুটি ফটকের তালা ভাঙে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বাস কাউন্টার বন্ধ

গতকাল রাজধানীর গাবতলী ও মহাখালী বাস টার্মিনালে গিয়ে বেশির ভাগ বাস কোম্পানির টিকিট বিক্রির কাউন্টার বন্ধ দেখা গেছে। কিছু কাউন্টার খোলা থাকলেও টিকিট বিক্রি করা হয়নি। টার্মিনাল দুটিতে দূরপাল্লার কোনো গন্তব্যের যাত্রীও তেমন চোখে পড়েনি।

তবে প্রথম দিনের মতো গতকালও মহাখালী টার্মিনাল থেকে ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে গেছে এনা পরিবহনের বাস। সকাল থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত এনা পরিবহনের ৮টি গাড়ি ছাড়া হয়। এনা পরিবহনের মালিক ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ।

ঢাকা-ময়মনসিংহ রুটে এনা পরিবহনের ইনচার্জ সুমন মাহমুদ প্রথম আলোকে বলেন, যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে বাস চালু রাখা হয়েছে। কিন্তু যাত্রীর অভাবে বাস ছাড়তে দেরি হচ্ছে। একটি বাস ভর্তি হতে এক থেকে দেড় ঘণ্টা সময় লাগছে।

সকালে গাবতলীতে কয়েকজন যাত্রীকে টার্মিনালে আসতে দেখা গেছে। বাস চলাচল বন্ধ থাকায় তাঁরা হতাশ হয়ে ফিরে যান।

অবরোধের সমর্থনে মিছিল

ঢাকার রামপুরা চৌরাস্তার পাশে রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। বনশ্রী-মেরাদিয়া বাজার অবরোধ করে মিছিল করে ছাত্রদল। মিরপুর বাঙলা কলেজ ছাত্রদল মিরপুরে, তিতুমীর কলেজ ছাত্রদল গুলশানে অবরোধ কর্মসূচি পালন করেছে।

বিমানবন্দর সড়কে আড়াইটার দিকে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন যুবদল ঢাকা মহানগর উত্তর শাখার কর্মীরা। খিলক্ষেত এলাকায় বিএনপি, বিজয়নগর এলাকায় কৃষক দল, ঢাকা-মানিকগঞ্জ সড়কে বেড়িবাঁধ এলাকায় অবরোধ করেছে মিরপুরের রূপনগর থানা বিএনপি ও অঙ্গসংগঠন। এসব কর্মসূচি থেকে সরকারের পদত্যাগ চেয়ে স্লোগান দেন নেতা-কর্মীরা।

[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা]