আগারগাঁওয়ে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ২
রাজধানীর আগারগাঁও এলাকায় যাত্রীবাহী বাস ও মাটিবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় বাসের চালক ও চালকের সহকারী গুরুতর আহত হয়েছেন। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।
আজ শনিবার ভোররাত চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আহত ব্যক্তিদের নাম জানা যায়নি। তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বলেন, সংঘর্ষের পর ট্রাকের চালক ও চালকের সহকারী পালিয়ে গেছেন। তাঁদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে।