অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিপূরণ ও মালিকের শাস্তি দাবি

তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিকেরা ক্ষতিপূরণের দাবিতে মিছিল নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে রওনা হলে পুলিশের বাধার মুখে পড়েন। পরে পাঁচজন প্রতিনিধি স্মারকলিপি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান
ছবি: হাসান রাজা

আশুলিয়ার তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে হতাহত হওয়ার ক্ষতিপূরণ, মালিকের দৃষ্টান্তমূলক শাস্তিসহ কয়েকটি দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করছেন ওই কারখানার শ্রমিক ও বিভিন্ন সংগঠন। আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে ওই অগ্নিকাণ্ডের ঘটনার আট বছর পূর্তি উপলক্ষে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

তাজরীন ফ্যাশনসের আহত বেশ কয়েকজন শ্রমিক প্রেসক্লাবের সামনে ন্যায্য ক্ষতিপূরণ, পুনর্বাসন ও সুচিকিৎসার দাবিতে দীর্ঘদিন ধরেই অবস্থান কর্মসূচি পালন করে আসছেন। আজ তাঁরা কাফনের কাপড় পরে মিছিল করেন। দাবি আদায়ে মিছিলটি  প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে রওনা হলে পুলিশের বাধার মুখে পড়ে। পরে পাঁচজন প্রতিনিধি দাবিসংবলিত স্মারকলিপি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান।

কর্মসূচিতে জলি তালুকদারসহ কয়েকজন শ্রমিকনেতাও অংশ নেন। এ ছাড়া গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদসহ আরও কয়েকটি সংগঠন মানববন্ধন করে।

তারাও হতাহত হওয়ার ক্ষতিপূরণ, মালিকের শাস্তিসহ কয়েকটি দাবি জানায়।

২০১২ সালের এই দিনে আশুলিয়ার নিশ্চিন্তপুরের তাজরীন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১১১ জন পোশাকশ্রমিক পুড়ে মারা যান। শতাধিক শ্রমিক আহত হন। অনেকেই এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি।