অদম্য মেধাবীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা

অনুষ্ঠানে নৃত্য পরিবেশনা। কেআইবি মিলনায়তন, ঢাকা, ৩ অক্টোবর। ছবি: সাইফুল ইসলাম
অনুষ্ঠানে নৃত্য পরিবেশনা। কেআইবি মিলনায়তন, ঢাকা, ৩ অক্টোবর। ছবি: সাইফুল ইসলাম

ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে অদম্য মেধাবীদের বৃত্তি প্রদান, সংবর্ধনা ও পুনর্মিলন অনুষ্ঠান হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম। কেআইবি মিলনায়তন, ঢাকা, ৩ অক্টোবর। ছবি: সাইফুল ইসলাম
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম। কেআইবি মিলনায়তন, ঢাকা, ৩ অক্টোবর। ছবি: সাইফুল ইসলাম

আজ বৃহস্পতিবার সকাল ১০টার পর এই অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের আয়োজক ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট। বেলা দুইটার পরে অনুষ্ঠান শেষ হয়। 

অনুষ্ঠানের মঞ্চে অদম্য মেধাবীরা। কেআইবি মিলনায়তন, ঢাকা, ৩ অক্টোবর। ছবি: সাইফুল ইসলাম
অনুষ্ঠানের মঞ্চে অদম্য মেধাবীরা। কেআইবি মিলনায়তন, ঢাকা, ৩ অক্টোবর। ছবি: সাইফুল ইসলাম

অনুষ্ঠানের শুরুতে নৃত্য পরিবেশন করে ভাবনার সদস্যরা। এ ছাড়া অনুষ্ঠানজুড়ে ছিল নানা আয়োজন।

মিলনায়তন পরিপূর্ণ। কেআইবি মিলনায়তন, ঢাকা, ৩ অক্টোবর। ছবি: সাইফুল ইসলাম
মিলনায়তন পরিপূর্ণ। কেআইবি মিলনায়তন, ঢাকা, ৩ অক্টোবর। ছবি: সাইফুল ইসলাম

অদম্য মেধাবীদের বৃত্তি প্রদান ও অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগে ২০১০ সাল থেকে পাশে আছে ব্র্যাক ব্যাংক।

অনুষ্ঠানে নৃত্য পরিবেশনা। কেআইবি মিলনায়তন, ঢাকা, ৩ অক্টোবর। ছবি: সাইফুল ইসলাম
অনুষ্ঠানে নৃত্য পরিবেশনা। কেআইবি মিলনায়তন, ঢাকা, ৩ অক্টোবর। ছবি: সাইফুল ইসলাম

তার আগে প্রথম আলোর নিজস্ব তহবিল, সামিট গ্রুপ, ট্রান্সকম গ্রুপ, আমেরিকান অ্যালামনাই অ্যাসোসিয়েশন প্রাতিষ্ঠানিকভাবে সহায়তা দিয়েছে। এমনকি এই উদ্যোগে ব্যক্তিগতভাবেও যুক্ত আছেন অনেকে।

অনুষ্ঠানের মঞ্চে অদম্য মেধাবীরা। কেআইবি মিলনায়তন, ঢাকা, ৩ অক্টোবর। ছবি: সাইফুল ইসলাম
অনুষ্ঠানের মঞ্চে অদম্য মেধাবীরা। কেআইবি মিলনায়তন, ঢাকা, ৩ অক্টোবর। ছবি: সাইফুল ইসলাম

প্রথম আলো ট্রাস্ট এ পর্যন্ত ৯৪২ জন অদম্য মেধাবীকে বৃত্তি দিয়েছে। এর মধ্যে ব্র্যাক ব্যাংকের সহায়তা পেয়েছে ৭১৮ জন ছাত্রছাত্রী।

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও সেলিম আর. এফ. হোসেন। কেআইবি মিলনায়তন, ঢাকা, ৩ অক্টোবর। ছবি: সাইফুল ইসলাম
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও সেলিম আর. এফ. হোসেন। কেআইবি মিলনায়তন, ঢাকা, ৩ অক্টোবর। ছবি: সাইফুল ইসলাম

সারা দেশে ছড়িয়ে থাকা প্রথম আলোর প্রতিনিধিদের সংবাদনাসিকা আর মানবিক মনই পেরেছে এই অদম্য মেধাবীদের খুঁজে বের করতে। প্রথম আলোর পাতায় সেই সব মানবিক জীবনের গল্প পাঠকেরা অনেকেই পড়েছেন।