অভিযোগ গঠনের বিরুদ্ধে সাঈদীর আবেদন

হাইকোর্ট
ফাইল ছবি

ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) জাকাত তহবিলের অর্থ আত্মসাতের মামলায় অভিযোগ গঠনের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেছেন মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী।

আবেদন দায়ের করার তথ্য জানিয়ে আজ সোমবার সাঈদীর আইনজীবী মুজাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আগামীকাল মঙ্গলবার আবেদনটি উপস্থাপন করা হবে। অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে রোববার আবেদনটি করা হয়েছে।

জাকাতের অর্থ আত্মসাতের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীসহ ৬ জনের বিরুদ্ধে ১১ জানুয়ারি অভিযোগ গঠন করেন ঢাকার বিশেষ জজ আদালত-১-এর বিচারক। একই সঙ্গে ১৭ ফেব্রুয়ারি মামলার সাক্ষ্য গ্রহণের দিন রাখা হয়।

নথিপত্র থেকে জানা যায়, জাকাতের ১ কোটি ২৭ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ এনে ২০১০ সালে ইসলামিক ফাউন্ডেশনের অর্থ ও হিসাব বিভাগের তৎকালীন পরিচালক আইয়ুব আলী চৌধুরী দেলাওয়ার হোসাইন সাঈদীসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি তদন্ত করে দুদকের সহকারী পরিচালক ওয়াজেদ আলী গাজী ২০১২ সালের ৩০ এপ্রিল সাঈদীসহ ৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।

সাঈদী ছাড়া অভিযোগপত্রভুক্ত অপর ছয় আসামি হলেন সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশাররফ হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক মো. লুৎফুল হক, আবুল কালাম আজাদ, মিয়া মোহাম্মদ ইউনুস, তোফাজ্জল হোসেন ও আবদুল হক।

তাঁদের মধ্যে সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশাররফ মারা গেছেন। পলাতক আছেন আবুল কালাম আজাদ। সাঈদী ছাড়া অন্য আসামিরা জামিনে আছেন।

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৮ সালের ১৭ ফেব্রুয়ারি দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন আপিল বিভাগ। এর আগে ২০১০ সালের ২৯ জুন সাঈদী ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হন। পরে একই বছরের ২ আগস্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।