অমর সাহার দুটিসহ ৭ বইয়ের মোড়ক উন্মোচন

সাংবাদিক ও লেখক অমর সাহার দুটি বইয়ের আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করা হয়েছে। বই দুটিতে প্রথম আলোর কলকাতা প্রতিনিধি অমর সাহার প্রথম আলোয় লেখা ও প্রকাশিত প্রতিবেদন স্থান পেয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকায় জাতীয় প্রেসক্লাবে ভিআইপি কনফারেন্স লাউঞ্জে ওই দুটি বইসহ সাতটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

প্রথম আলোর ২০ বছর পূর্তি উপলক্ষে বই দুটি প্রকাশের উদ্যোগ নেন অমর সাহা। তিনি বই দুটির নাম দিয়েছেন ‘প্রথম আলোয় কলকাতা, ২০ বছর’ ও ‘প্রথম আলোর অনলাইনে কলকাতা, হারিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ’।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর উপাচার্য আব্দুল মান্নান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনবিআরের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ ও ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুলের অধ্যক্ষ এম এ মান্নান মুনীর।

অনুষ্ঠানে অমর সাহা ছাড়াও উপস্থিত ছিলেন ‘ভীষণ কষ্ট আজ হৃদয়জুড়ে’ বইয়ের লেখক শামীম আহমেদ, ‘সূর্যকন্যা’ গ্রন্থের লেখক খোশনূর, ‘চারুলতার হাসি’-এর লেখক আফরোজা মামুদ, ‘ছোট গল্পের ডালি কালের রেখা’ বইয়ের লেখক মুখার্জী রবীন্দ্রনাথ ও ‘হিমালয় পেরিয়ে’ গ্রন্থের লেখক সিরাজুল ইসলাম। বই সাতটি প্রকাশ করেছে ঢাকার অমর প্রকাশনী।