অসময়ের ফুল

এই করোনাকালেও স্বস্তি দেয় প্রকৃতির নির্মল ও সহজিয়া রূপ। শোক ভুলিয়ে অনাবিল আনন্দ এনে দেয় প্রকৃতির রং। আর প্রকৃতির রং মানেই যেন বর্ণিল সব ফুল। করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে রাজধানীর রমনা পার্কে সাধারণ মানুষের প্রবেশ সাময়িক বন্ধ। তাই বলে তো সেখানে ফুল ফোটা বন্ধ হয়নি। রমনা পার্কের ফুলের ছবিগুলো সোমবারের।
১ / ৭
মাথা তুলেছে গোলাপি রঙের ফুরুস ফুল। ফুরুস গুল্মজাতীয় উদ্ভিদ।
মাথা তুলেছে গোলাপি রঙের ফুরুস ফুল। ফুরুস গুল্মজাতীয় উদ্ভিদ।
২ / ৭
রঙ্গন ফুল। প্রায় সারা বছরই এই ফুল ফোটে।
রঙ্গন ফুল। প্রায় সারা বছরই এই ফুল ফোটে।
৩ / ৭
নয়নতারা সপুষ্পক উদ্ভিদ। এর আদিনিবাস মাদাগাস্কার।
নয়নতারা সপুষ্পক উদ্ভিদ। এর আদিনিবাস মাদাগাস্কার।
৪ / ৭
মধুমঞ্জুরী। রবীন্দ্রনাথ এই ফুলের নাম দিয়েছিলেন মধুমঞ্জুরী লতা।
মধুমঞ্জুরী। রবীন্দ্রনাথ এই ফুলের নাম দিয়েছিলেন মধুমঞ্জুরী লতা।
৫ / ৭
জবা ফুল। চীনা গোলাপ নামেও পরিচিত।
জবা ফুল। চীনা গোলাপ নামেও পরিচিত।
৬ / ৭
বেগুনি রঙের জারুল ফুল। এই ফুলের আদিনিবাস এশিয়া।
বেগুনি রঙের জারুল ফুল। এই ফুলের আদিনিবাস এশিয়া।
৭ / ৭
অ্যালামন্ডা ফুল। বাংলাদেশে এর নাম অলকানন্দা।
অ্যালামন্ডা ফুল। বাংলাদেশে এর নাম অলকানন্দা।