অস্ত্র মামলায় অবসরপ্রাপ্ত কর্নেল শহীদসহ ৪ জনের যাবজ্জীবন

প্রতীকী ছবি

অস্ত্র মামলায় অবসরপ্রাপ্ত এক কর্নেলসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. রবিউল আলম এই আদেশ দেন।

দণ্ডিত ব্যক্তিরা হলেন অবসরপ্রাপ্ত কর্নেল শহীদ উদ্দিন খান, তাঁর স্ত্রী ফারজানা আঞ্জুম খান এবং খোরশেদ আলম পাটোয়ারী ও সৈয়দ আকিদুল আলী। তাঁদের মধ্যে অবসরপ্রাপ্ত কর্নেল এবং তাঁর স্ত্রী পলাতক।

প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন।

মামলার কাগজপত্রের তথ্য অনুযায়ী, গত বছরের ১৭ জানুয়ারি রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় অবসরপ্রাপ্ত কর্নেলের বাসায় অভিযান চালিয়ে দুটি পিস্তল, ছয়টি গুলি ও দুটি শটগান উদ্ধার করা হয়।

মামলায় বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হয়ে সরকার ও রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য হুমকি ও জননিরাপত্তা বিঘ্নকারী কর্মকাণ্ডের ষড়যন্ত্র সঙ্গে যুক্ত ছিলেন।

মামলাটি তদন্ত করে গত বছরের ৪ এপ্রিল আদালতে অবসরপ্রাপ্ত কর্নেল শহীদ উদ্দিন খানসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।
বিচার চলাকালে আসামি জহুরুল হক মারা যান।

এই মামলায় গত ১৩ আগস্ট অবসরপ্রাপ্ত কর্নেল শহীদ উদ্দিন খানসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

এই মামলায় রাষ্ট্রপক্ষ থেকে ২১ জন সাক্ষীর মধ্যে নয়জনকে আদালতে হাজির করা হয়।