আনসারুল্লাহর দুই সদস্য গ্রেপ্তার

প্রতীকী ছবি

রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে অ্যান্টি-টেররিজম ইউনিট (এটিইউ)। এটিইউ বলছে, তারা নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (আনসার আল ইসলাম) সদস্য।
খিলগাঁওয়ে অভিযান চালিয়ে মো. মোজাহিদ মিয়াকে (১৮) গ্রেপ্তার করা হয়। শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এই তথ্য জানিয়েছে এটিইউ। মোজাহিদের বিরুদ্ধে খিলগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মোজাহিদকে খিলগাঁও থেকে বৃহস্পতিবার রাত সোয়া ৯টায় গ্রেপ্তার করা হয়। তিনিও নানা মাধ্যম ব্যবহার করে উগ্রবাদী সংগঠক হিসেবে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে তাঁদের উগ্রবাদী মতবাদ প্রতিষ্ঠা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী সম্পর্কে কটূক্তিসংবলিত পোস্ট প্রচার করছিলেন। তাঁর কাছ থেকে একটি মুঠোফোন ও তিনটি সিম কার্ড উদ্ধার করা হয়েছে।

এদিকে গুলশান থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে আনসার আল ইসলাম দলের সদস্য মো. আতাহার আলীকে (১৯) গ্রেপ্তার করে র‍্যাব-৪। আতাহার আলী ‘অচিন পাখি’ ও ‘জিহাদি মন’ নামে দুটি টেলিগ্রাম আইডি চালিয়ে উগ্রবাদী কার্যক্রম পরিচালনা করছিলেন।