আন্তজেলা গণপরিবহন চালুর চাপে পুরোনো চেহারায় ঢাকা

রাজধানীতে যানজটের পরিচিত দৃশ্য
ফাইল ছবি

ঈদে কর্মস্থল ত্যাগের নিষেধাজ্ঞায় ছুটি তিন দিন হলেও ঢাকার রাস্তায় যানজট দেখা যায়নি দিন দশেক। আজ সোমবার আন্তজেলা বাস, লঞ্চ ও ট্রেন চলাচল শুরুর পর ঢাকা ফিরেছে পুরোনো চেহারায়। আবার পুরোদমে দেখা দিয়েছে যানজট।

আজ দেখা গেছে, রাজধানীর রাস্তায় সব ধরনের গাড়িই চলছে। এমনকি গাড়িতে জায়গা না পেয়ে অনেককে হেঁটে কর্মস্থলের উদ্দেশ্যে যাত্রা করতেও দেখা গেছে।
সকালে ঢাকার কারওয়ান বাজার, ফার্মগেট, আসাদগেট ঘুরে দেখা যায়, যানজটে যানবাহনগুলো স্থির দাঁড়িয়ে ছিল দীর্ঘ সময়। ফার্মগেট থেকে যানজট গিয়ে ঠেকেছে খামারবাড়ি মোড় পর্যন্ত।

মিজান আহমেদ কাজ করেন বসুন্ধরা শপিং মলের একটি দোকানে। শ্যামলী থেকে কর্মস্থলে আসতে তিনি বহু কষ্টে গাড়িতে উঠেছেন। কিন্তু যানজটের কারণে কারওয়ান বাজার নয়, বাস থেকে নামতে হয়েছে খামারবাড়ি মোড়ে।

মিজান আহমেদ প্রথম আলোকে বলেন, ‘দেরি হয়ে যাচ্ছে। এই যানজটে বসে থাকলে কতক্ষণ লাগে, ঠিক নেই। তাই নেমে পড়লাম। রিকশা খুঁজছি যাতে ভেতরের গলি দিয়ে যেতে পারি, কিন্তু খালি রিকশাও নেই।’

একইভাবে মোহাম্মদ আসাদ হেঁটে যাচ্ছিলেন ফার্মগেটের কর্মস্থলে, এসেছেন বছিলা থেকে। বাসে উঠতে গলদঘর্ম হতে হয়েছে তাঁকে, ভুগিয়েছে যানজটও।

মোহাম্মদ আসাদ বলেন, ‘বছিলা থেকে মোহাম্মদপুরে নেমে স্বাধীন পরিবহনে চড়ি। কিন্তু বাসের ওঠার জন্য যাত্রীদের দীর্ঘ সারি দেখে চলে এলাম আসাদগেট। সেখানেও দীর্ঘক্ষণ অপেক্ষা করে বাসে উঠলাম। কিন্তু একটু আসতেই যানজট। এখন হেঁটেই অফিসে যেতে হচ্ছে।’

মাঝে কয়েক দফা লকডাউনে শুধু জরুরি সেবা প্রতিষ্ঠান ও শিল্পকারখানা খোলা রাখার কথা বলা হলেও ধীরে ধীরে বেশির ভাগ প্রতিষ্ঠানই নিজ উদ্যোগে খুলেছে। পরে ‘লকডাউনেই’ গণপরিবহন খুললেও ধারণক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে চলাফেরা করতে বলা হয়েছে।

এ কারণে রাস্তায় সব গাড়ি থাকলেও কর্মস্থলে যেতে হয়রানি হতে হয়েছে মানুষকে। সে ধারা অব্যাহত আছে এখনো।