আমিরাত সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
সংযুক্ত আরব আমিরাত সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। গতকাল বৃহস্পতিবার তিনি দেশে ফিরেছেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হামাদ এম থানি আল-রুমাইথির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে দ্বিপক্ষীয় আলোচনায় তাঁরা দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক উন্নয়নে বিভিন্ন সম্ভাবনার বিষয়ে মতবিনিময় করেন।
সফরকালে জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ দুবাইয়ে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল দুবাই এয়ার শো–২০২১ পরিদর্শন করেন। এ সময় প্রদর্শনীতে উপস্থিত বিভিন্ন দেশের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন সেনাপ্রধান। সেনাবাহিনী প্রধানের এ সফরের মাধ্যমে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং সহযোগিতার সম্ভাবনা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।