আলেশা মার্টের চেয়ারম্যানকে ৭ ঘণ্টা আটকে রাখলেন গ্রাহকেরা
পাওনা টাকা ফেরতের দাবিতে ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুরুল আলম শিকদারকে সাত ঘণ্টা আটকে রেখেছেন গ্রাহকেরা। বৃহস্পতিবার বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ে আলেশা মার্টের প্রধান কার্যালয়ে তাঁকে আটকে রাখা হয়।
দীর্ঘ সময় আটকে রাখায় অসুস্থ হয়ে পড়েন মঞ্জুরুল আলম শিকদার। পরে রাত ৯টার দিকে বনানী থানা-পুলিশ তাঁকে উদ্ধার করে বাসায় পাঠিয়ে দেয়।
ভুক্তভোগী গ্রাহকেরা জানান, আলেশা মার্ট পণ্য দেওয়ার নাম করে বিপুলসংখ্যক গ্রাহকের কোটি কোটি টাকা নিয়েছে। কিন্তু পণ্য দিচ্ছে না। টাকাও ফেরত দিচ্ছে না। আলেশা মার্টের মালিক মাঝেমধ্যে ফেসবুকে লাইভ করে গ্রাহকদের কাছে সময় নেন। কিন্তু তাঁর সময় শেষ হয় না।
গ্রাহকেরা আরও জানান, বৃহস্পতিবার চেয়ারম্যান মঞ্জুরুল আলম শিকদার প্রধান কার্যালয়ে অবস্থান করছেন এমন খবর পেয়ে দুই শতাধিক গ্রাহক সেখানে গিয়ে কার্যালয় ঘেরাও করেন। এ সময় পুলিশ সরে যেতে বললে তাঁরা অনড় থাকেন। একপর্যায়ে পুলিশ লাঠিপেটা করলে কয়েকজন গ্রাহক আহত হন।
বৃহস্পতিবার রাতে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া প্রথম আলোকে বলেন, টাকা ফেরত পাওয়ার দাবিতে গ্রাহকেরা আলেশা মার্টের প্রধান কার্যালয়ে ঘিরে রাখলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাননি। রাতে মঞ্জুরুল আলম শিকদার অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে রাত ৯টার দিকে তাঁকে উদ্ধার করে নিরাপদে বাসায় পাঠিয়ে দেওয়া হয়। মঞ্জুরুল আলম দাবি করেন তিনি করোনায় আক্রান্ত। এ ছাড়া উচ্চরক্তচাপে ভুগছেন। পরে গ্রাহকেরাও সেখান থেকে সরে যান।