আহত যুবক সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ছেলে

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

রাজধানীর মহাখালীতে উড়ালসড়কের পিলারে গাড়ির ধাক্কায় হতাহত ব্যক্তিদের মধ্যে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের ছেলে রয়েছেন। মঙ্গলবার ভোরের দিকে এ দুর্ঘটনায় দুই তরুণ প্রাণ হারিয়েছেন।

রাজধানীর কাফরুল থানার উপপরিদর্শক আনিসুর রহমান প্রথম আলোকে জানান, ভোর পাঁচটার দিকে একটি গাড়ি মহাখালীতে উড়ালসড়কের পিলারে ধাক্কা খায়। গাড়ির আরোহীদের মধ্যে উমার আয়মান (২০) ও ফাহিম আহমাদ রায়হান (২০) মারা গেছেন। নিহত উমার আয়মানের বাবা কর্নেল (অব.) ফারুক আহমেদ। ফাহিমের বাবার নাম ইলিয়াস আহমেদ।

আর দুর্ঘটনায় আহত ইশরাক আহমেদ সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের ছেলে বলে অপর একটি সূত্র নিশ্চিত করেছে। ইশরাক আহমেদ এখন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন।
শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।