‘আয়ের সঙ্গে দ্রব্যমূল্যের সামঞ্জস্য রাখতে হবে’

‘উন্নয়ন ও অসমতায় ভোক্তা অধিকার’ শীর্ষক এই ওয়েবিনারে বক্তারা
ছবি: প্রথম আলো

ধনী-দরিদ্রের অসমতা দূর করতে হলে ভোক্তা অধিকার নিশ্চিত করতে হবে। আয়ের সঙ্গে দ্রব্যমূল্যের সামঞ্জস্য রাখতে হবে। সব নাগরিকের সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) এক অনলাইন সেমিনারে বক্তারা এসব কথা বলেছেন।

ক্যাব ও এর অনলাইন পত্রিকা ভোক্তাকণ্ঠ-এর উদ্যোগে ‘উন্নয়ন ও অসমতায় ভোক্তা অধিকার’ শীর্ষক এই ওয়েবিনার আজ বুধবার সকালে অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ক্যাবের বিদ্যুৎ ও জ্বালানি অনুসন্ধান কমিশনের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ।

অধ্যাপক এম এম আকাশ বলেন, অর্থনীতিবিদেরা উন্নয়ন বলতে প্রবৃদ্ধি খোঁজেন না। তাই অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন করতে হবে। অর্থাৎ সবার সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।

মানুষের প্রথম অধিকার হলো ভোগের অধিকার বা ভোক্তার অধিকার, এটি উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক বলেন, এ জন্য ভোক্তাবান্ধব অর্থনীতি, ভোক্তাবান্ধব সমাজ ও ভোক্তাবান্ধব রাজনীতির প্রয়োজন। ভোক্তা অধিকারের পাশাপাশি আয়ের অধিকার, কর্মের অধিকার, শিক্ষার অধিকার ও স্বাস্থ্যের অধিকারও মৌলিক অধিকারের মধ্যে পড়ে বলে মন্তব্য করেন তিনি।

ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম বলেন, ‘ভোক্তার সুশিক্ষা ও সুস্বাস্থ্য নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আমরা দেখছি, বাজেটে বিভিন্ন খাতে বরাদ্দ বাড়ছে কিন্তু ব্যবহারের ক্ষেত্রে তছরুপ হচ্ছে। সুশিক্ষা ও সুস্বাস্থ্য নিশ্চিত করা হয়নি। ফলে কর্মক্ষম জনগোষ্ঠী গড়ে উঠছে না।’ তিনি বলেন, সরকার যেসব অর্থ বরাদ্দ দিচ্ছে তা মাঠপর্যায়ে সঠিকভাবে বাস্তবায়নের জন্য এর যত রকমের অসংগতি ও অসমতা আছে তা দূর করার ব্যাপারে ভোক্তাদের সোচ্চার হতে হবে।

ভোক্তা অধিকার নিশ্চিতে সরকারের যে প্রতিষ্ঠানগুলোর কাজ করা কথা, তারা তাদের দায়িত্ব পালন করছে না বলে ওয়েবিনারে অভিযোগ করেন সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। তিনি বলেন, করোনাকালে বিদ্যুতের ভৌতিক বিল নিয়ে বিইআরসি তাদের দায়িত্ব পালন করেনি। ভোক্তা অধিকার আইন থাকলেও এখনো কেন নীতিমালা প্রণয়ন করা হয়নি তা নিয়ে প্রশ্ন তোলেন জ্যোতির্ময় বড়ুয়া।

অর্থনীতি স্বাভাবিক গতিতে চলছে উল্লেখ করে সভাপতির বক্তব্যে ক্যাবের সভাপতি গোলাম রহমান বলেন, করোনাকালে ৮০ শতাংশ মানুষের আয় কমেছে। দ্রব্যমূল্য বাড়ছে। অন্যদিকে মোট আয় বাড়ছে। ধনীরা আরও ধনী হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভোক্তা অধিকার আদায়ে তিনি সবাইকে সোচ্চার ভূমিকা রাখার আহ্বান জানান।
ভোক্তাকণ্ঠের সম্পাদক কাজী আবদুল হান্নানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মলয় ভৌমিক, বাসদ নেতা রাজেকুজ্জামান রতন প্রমুখ।