ইঞ্জিন ঠিক করতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু

প্রতীকী ছবি

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় শরিফ উদ্দিন আহম্মেদ হারুন (৫৮) নামের এক রেল কর্মচারীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে সাতটায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় প্রথমে তাঁকে রেলওয়ে হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে বেলা সাড়ে ১১টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শরিফ উদ্দিন আহমেদের বড় ভাই কবির উদ্দিন জানান, তাঁর ভাই (শরিফ) রেলওয়ে ওয়ার্কশপে কর্মরত ছিলেন। কমলাপুর স্টেশনে একটি ট্রেনের ইঞ্জিন মেরামত করার সময় অপর একটি ট্রেনের ইঞ্জিন তাঁকে ধাক্কা দেয়। মুমূর্ষু অবস্থায় তাঁকে হাসপাতালে পাঠানো হয়।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। শরিফ উদ্দীনের গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দেবকালা গ্রামে। স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকার শাহজাহানপুরের রেলওয়ে কলোনিতে থাকতেন।