এজিবি কলোনির বাসা থেকে লাশ উদ্ধার

প্রতীকী ছবি

রাজধানীর মতিঝিলে এজিবি কলোনির একটি বাসা থেকে মোরছালিন হক (২৭) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি একটি গোয়েন্দা সংস্থায় দৈনিক মজুরিভিত্তিক গাড়িচালক ছিলেন। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করবে পুলিশ।

মতিঝিল থানার উপপরিদর্শক কৃষ্ণ দাস বৈরাগী প্রথম আলোকে বলেন, গতকাল শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে পুলিশ এজিবি কলোনি আইডিয়াল জোনের বি ৯০/৮ নম্বর বাসায় অস্বাভাবিক মৃত্যুর খবর পায়। মোরছালিনের গলায় অর্ধচন্দ্রাকৃতির দাগ ছাড়া আর কোনো আঘাতের চিহ্ন নেই।

মোরছালিনের খালাতো ভাই মো. ইয়াসীন বলেন, স্ত্রীর সঙ্গে মোরছালিনের সম্পর্ক ভালো যাচ্ছিল না। সাত-আট মাস আগে তাঁদের বিয়ে হয়। এরই মধ্যে স্ত্রীর এক বান্ধবীর সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে উঠেছিল মোরছালিনের। এটা নিয়ে পারিবারিক অশান্তি হচ্ছিল।

মোরছালিনের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়ায়। তিনি ঢাকায় এজিবি কলোনির শ্বশুরবাড়িতে থাকতেন।