এবার বাউনিয়াবাদের বস্তিতে আগুন

আগুন
প্রতীকী ছবি

রাজধানীর মিরপুরের কালশী বাসস্ট্যান্ডসংলগ্ন বাউনিয়াবাদের বস্তিতে গতকাল মঙ্গলবার দিবাগত রাত সোয়া দুইটার লাগা আগুনে ৪৩টি ঘর পুড়েছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস সূত্রে এ তথ্য জানা গেছে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত সোয়া দুইটার দিকে বস্তিতে আগুন লাগে। পরে দ্রুত তা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের কাছে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নেভাতে যায়। এক ঘণ্টা পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা রাসেল শিকদার প্রথম আলোকে বলেন, আগুনে ৪৩টি বসতঘর ও ১২টি দোকান পুড়ে গেছে। তবে এতে হতাহত হওয়ার কোনো ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

বাউনিয়াবাদের বস্তিতে নিম্ন আয়ের মানুষ বসবাস করে। এখানে মূলত রিকশাচালক, অটোচালক ও দিনমজুরেরা কম টাকায় ঘর ভাড়া নেন। ওই বস্তিতে দুই শর মতো ঘর ও কাছাকাছি দোকান রয়েছে। বেশির ভাগ ঘরই বাঁশ, কাঠ ও টিনের তৈরি।

এর আগে গত সোমবার রাত পৌনে ১২টার দিকে রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুন লাগে। সেখানে পুড়ে গেছে ২০০ ঘর ও ৩৫টির বেশি দোকান। এর আগে ২০১৬ সালে সাততলা বস্তিতে আগুন লেগে শতাধিক বাড়িঘর পুড়ে যায়।