কক্ষের নিয়ন্ত্রণ নিয়ে মধ্যরাতে ঢাবির হলে ছাত্রলীগের দুই পক্ষে উত্তেজনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল।
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলে দুটি কক্ষের নিয়ন্ত্রণ নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা থেকে উত্তেজনা ছড়িয়েছে।

উত্তেজনাকর পরিস্থিতির একপর্যায়ে হলের দুই প্রান্তে অবস্থান নেন ছাত্রলীগের দুই পক্ষের নেতা-কর্মীরা। তাঁরা পরস্পরকে গালিগালাজ করেন। এ সময় কক্ষ ভাঙচুরের চেষ্টা করা হয়।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে এ ঘটনার সূত্রপাত হয়। ঘণ্টাখানেক ধরে তা চলে।

স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রলীগের সভাপতি মো. রিয়াজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুনায়েম শাহরিয়ারের অনুসারী নেতা-কর্মীদের মধ্যে এই উত্তেজনা ছড়ায় বলে জানা গেছে।

সম্প্রতি অনুষ্ঠিত সম্মেলনে রিয়াজুল স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রলীগের সভাপতি হন। আর মুনায়েম হন সাধারণ সম্পাদক।
রিয়াজুল ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খানের অনুসারী। অন্যদিকে মুনায়েম ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের অনুসারী।

হলের একাধিক সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতা-কর্মী জানান, স্যার এ এফ রহমান হলের ১০৪টি কক্ষের প্রায় সব কটিই ছাত্রলীগের দুই পক্ষের নিয়ন্ত্রণে। হলের ৪২২ ও ৫১০ নম্বর কক্ষ আগে থেকেই রিয়াজুলের পক্ষের নিয়ন্ত্রণে। কিন্তু গতকাল রাতে হলের এই দুই কক্ষে (৪২২ ও ৫১০) মুনায়েম তাঁর দুই অনুসারীকে তুলে দেওয়ার চেষ্টা করেন। এ নিয়ে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। তাঁরা হলের দুই প্রান্তে অবস্থান নিয়ে বাগ্‌বিতণ্ডায় জড়ান। পরস্পরকে গালিগালাজ করেন।

জানতে চাইলে রিয়াজুল গতকাল রাতে প্রথম আলোর কাছে ঘটনার সত্যতা স্বীকার করেন। তবে তাঁর দাবি, ঘটনার সময় তিনি হলে ছিলেন না। পরে বিষয়টি মীমাংসা করা হয়েছে। এখন আর এ নিয়ে কোনো সমস্যা নেই।

মুনায়েম দাবি করেন, তিনি এ বিষয়ে বিস্তারিত জানেন না। এ ব্যাপারে খোঁজ নিচ্ছেন।

ঘটনার বিষয়ে জানতে স্যার এ এফ রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক কে এম সাইফুল ইসলাম খানের মুঠোফোনে একাধিক কল করেও তাঁর সাড়া পাওয়া যায়নি।