কচুক্ষেতে দোকানের তালা ভেঙে ‘আড়াই শ ভরি’ সোনা চুরি

প্রতীকী ছবি

রাজধানীর কচুক্ষেতে একটি গয়নার দোকানের তালা ভেঙে সোনা, হীরা ও টাকা চুরির ঘটনা ঘটেছে। আজ শনিবার ভোররাত সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে বলে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ দেখে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, কচুক্ষেতের রজনীগন্ধা টাওয়ারের নিচতলায় রাঙাপরী জুয়েলার্স নামের একটি প্রতিষ্ঠানে চুরির ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ দেখে চারজনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে একজন ওই ভবনের নিরাপত্তাকর্মী। তিনি রজনীগন্ধা টাওয়ারের গেট খুলে তিনজনকে ভেতরে ঢুকতে ও বের হতে সহায়তা করেছেন। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন বিকেল পাঁচটার দিকে প্রথম আলোকে বলেন, প্রতিষ্ঠানের মালিক আবুল কালাম ভূঁইয়া জানিয়েছেন, দুই শ থেকে আড়াই শ ভরি সোনা খোয়া গেছে। পাশাপাশি কিছু হীরা ও পাঁচ লাখ টাকা চুরি হয়েছে। তবে কী পরিমাণ স্বর্ণালংকার ও টাকা খোয়া গেছে, সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি। দোকানের মালিক থানায় এসেছেন। তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন।