করোনা পরিস্থিতির উন্নতি হলে একুশে বইমেলার মেয়াদ বাড়তে পারে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

একুশে বইমেলা বাংলা একাডেমির চত্বরে
ফাইল ছবি

করোনা পরিস্থিতির উন্নতি হলে অমর একুশে বইমেলার মেয়াদ আরও বাড়তে পারে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। তিনি আজ সোমবার অমর একুশে বইমেলা উপলক্ষে বাংলা একাডেমি আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

কাল মঙ্গলবার শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। বেলা তিনটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি এ মেলার উদ্বোধন করবেন।

করোনার বিস্তার বাড়তে থাকায় এবার এ বইমেলা প্রতিবারের মতো ১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়নি। তবে এখন করোনা সংক্রমণের হার কিছুটা নিম্নগামী। প্রকাশক এবং সংশ্লিষ্ট অনেকেরই দাবি, মেলার মেয়াদ বাড়ানো হোক।

এ প্রসঙ্গে আজ সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, দুই সপ্তাহের জন্য মেলা হচ্ছে। কোভিড পরিস্থিতি ভালো হলে মেলার সময় বাড়নো হতে পারে। তবে সবকিছুই নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর।

এবারের মেলায় স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।
আজকের সংবাদ সম্মেলনে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবুল মনসুর বলেন, এবার মেলার সঙ্গে সংশ্লিষ্ট একাডেমির কর্মকর্তা ও প্রকাশক, স্টল ও প্যাভিলিয়নের সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিক্রয়কর্মীদের টিকার সনদ থাকতে হবে। অবশ্যই মাস্ক পরে আসতে হবে। ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত থাকবেন। তাঁদের কাছে ধরা পড়লে জরিমানা এবং শাস্তির মুখোমুখি হতে হবে। আর মেলার অভ্যন্তরে খাবার স্টলে কেউ খাবার খেতে চাইলে টিকার সনদ লাগবে। একই সঙ্গে খাবার স্টলে সামাজিক দূরত্ব মানতে হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার মেলায় ৫৩৪টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। ৭৭৬টি ইউনিটে স্টল থাকবে। থাকছে ৩৫টি প্যাভিলিয়ন। এবার অমর একুশে বইমেলার থিম ‘বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’।

প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। ছুটির দিন বেলা ১১টা থেকে টানা রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। ২১ ফেব্রুয়ারি মেলা সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে।

সংবাদ সম্মেলনে মেলা কমিটির সদস্যসচিব জালাল আহমেদ লিখিত বক্তব্য দেন। আরও বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক মুহাম্মদ নূরুল হুদা, বাংলা একাডেমির সচিব এ এইচ এম লোকমান প্রমুখ।