করোনায় জবির অ্যাম্বুলেন্স চালকের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক জ্যেষ্ঠ গাড়ি চালক মারা গেছেন। সোমবার রাত ৯টায় রাজধানীর মুগদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পরিবারের বরাত দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল করোনায় ওই চালকের মৃত্যুর বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। প্রক্টর বলেন, 'ওই ব্যক্তি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স চালক ছিলেন। প্রথম থেকেই তাঁর চিকিৎসায় আমরা সার্বক্ষণিক তদারকি করেছি। তাঁর অকাল মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার শোকাহত।'

প্রক্টর বলেন, 'আগে থেকেই শ্বাসকষ্ট ও ডায়বেটিস রোগে আক্রান্ত হওয়ায় তিনি উচ্চ ঝুঁকিতে ছিলেন বলে চিকিৎসকরা পরিবারকে জানিয়েছিল। তাঁর পরিবারের যে কোনো সহায়তায় আমরা পাশে থাকব।'

পরিবার সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের সঙ্গে আজগর আলী মেডিকেল হাসপাতাল ও কলেরা হাসপাতালে গিয়েছিলেন এই অ্যাম্বুলেন্স চালক। সেখান থেকে ফেরার পর জ্বরে আক্রান্ত হন তিনি। অবস্থার অবনতি ঘটলে গত ২১ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। পরদিন করোনাভাইরাস পরীক্ষায় 'পজিটিভ' ফলাফল আসে। এরপর থেকে তিনি মুগদা হাসপাতালে আইসোলেশনে ছিলেন।