কাফরুলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টাইলস মিস্ত্রির মৃত্যু
রাজধানীর কাফরুলের বৌবাজারে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুল জলিল (৫০) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি টাইলস মিস্ত্রি ছিলেন।
জলিলকে হাসপাতালে নিয়ে যান মহিউদ্দিন। তিনি প্রথম আলোকে বলেন, জলিল সপরিবার বৌবাজারে তাঁর (মহিউদ্দিন) বাড়িতে থাকতেন। আজ সন্ধ্যা সাতটার দিকে বৈদ্যুতিক পানির মোটর অন করতে গিয়ে জলিল বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে সংজ্ঞাহীন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, সংজ্ঞাহীন অবস্থায় জলিলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তাঁর বাড়ি বাগেরহাটের শরণখোলার উত্তর মালিয়াবাজারের। জলিলের বাবার নাম দেলোয়ার হোসেন।
জলিলের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।