কামরাঙ্গীরচরে আগুনে পুড়ে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু

প্রতীকী ছবি

রাজধানীর কামরাঙ্গীরচরের কোম্পানীগঞ্জ ঘাট এলাকার একটি বাসায় আগুনে পুড়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে।
পুলিশ বলছে, ওই ব্যবসায়ীর নাম তরিকুল ইসলাম (৫৫)। ঘটনাটি রহস্যজনক। দুটি বিষয় সামনে রেখে তদন্ত চলছে। দুর্ঘটনাজনিত মৃত্যু অথবা হত্যা—এই দুটি বিষয় সামনে রেখে তদন্ত করা হচ্ছে। ৯৯৯-এ ফোন পেয়ে থানা–পুলিশ লাশ উদ্ধার করে।

পুলিশ জানায়, তরিকুল রিকশাভ্যানে শিশুদের খেলনা বিক্রি করতেন। কোম্পানীগঞ্জ ঘাটের পশ্চিম রসুলপুর এলাকার বিড়িওয়ালা মালেকের গলির পাশে একটি পাঁচতলা ভবনের চতুর্থ তলায় থাকতেন তিনি। ফ্ল্যাটের একাংশ তিনি সাবলেট দিয়েছিলেন। তবে সেই ভাড়াটে বাসায় ছিলেন না। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে কেউ একজন খোকনের সঙ্গে দেখা করতে আসেন।

তিনি কখন বেরিয়ে যান, তা কেউ বলতে পারেননি। তবে সকাল সাড়ে ৭টার দিকে ভবনের পাঁচতলার এক বাসিন্দা নিচে নেমে ওই ফ্ল্যাট থেকে ধোঁয়া বের হতে দেখেন। তখন ডাকাডাকি করে সাড়া না পেয়ে তিনি ও অন্য প্রতিবেশীরা ফ্ল্যাটে ঢুকে খোকনের মরদেহ দেখতে পান। নিবুনিবু পর্যায়ে থাকা আগুন তাঁরাই নেভান।

এদিকে ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকাল ৯টা ১৮ মিনিটে তাঁরা আগুন লাগার খবর পান। তবে ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুন নেভানো হয়। শুধু খাটের ওপর পুড়ে যাওয়া মরদেহ পেয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, তরিকুলের পরিবারের সদস্যরা গ্রামের বাড়ি বরিশালের বানারীপাড়ায় থাকেন। পরিবারের সদস্যরা তাঁর মৃত্যুর বিষয়ে কোনো ধারণা দিতে পারেননি। এই ঘটনার পেছনে অন্য কোনো ঘটনা আছে কি না, সেটি খতিয়ে দেখা হচ্ছে।