কারওয়ান বাজারে মাস্ক বিতরণ করলেন তথ্য প্রতিমন্ত্রী

কারওয়ান বাজারে মাস্ক বিতরণ করছেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানছবি: সংগৃহীত

করোনা সংক্রমণ প্রতিরোধে সজাগ ও সচেতনতা সৃষ্টি এবং নাগরিকদের দায়িত্বপূর্ণ করে তুলতে আজ রোববার রাজধানীর কারওয়ান বাজারে জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করেছেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান। এ সময় প্রতিমন্ত্রী বলেন,  বিশ্বব্যাপী করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ পরিলক্ষিত হচ্ছে। শীত মৌসুমে আরও ব্যাপকভাবে সংক্রমণের আশঙ্কা আছে। তাই করোনা প্রতিরোধে সবাইকে মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, ভালোভাবে সাবান দিয়ে হাত–মুখ ধুতে হবে।

মুরাদ হাসান বলেন, পৃথিবীর বেশির ভাগ দেশকে করোনাভাইরাস যেভাবে বিপন্ন করছে, সময়োপযোগী পদক্ষেপের ফলে বাংলাদেশ সেভাবে বিধ্বস্ত হয়নি। সবার সম্মিলিত প্রয়াসে এ জাতি যেভাবে মহান মুক্তিযুদ্ধে জয়ী হয়েছে, তেমনি করোনাভাইরাসের বিরুদ্ধেও জয়ী হবে।

স্বপ্নিল বাংলাদেশের উদ্যোগে এই আয়োজনে আরও বক্তব্য দেন অভিনেতা পীযূষ বন্দ্যোপাধ্যায়, সংগঠনের সদস্যসচিব মামুন আল মাহতাব।