ক্লাসে ফিরতে কারিগরি শিক্ষার্থীদের মানববন্ধন

জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশের ডিপ্লোমা–ইন–ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা ৯ দফা দাবিতে মানববন্ধন করেন
ছবি : প্রথম আলো

সীমিত পরিসরের সিলেবাসে ক্লাস শুরু করে পরীক্ষা নেওয়াসহ ৯ দফা দাবিতে মানববন্ধন করেছেন কারিগরি শিক্ষার্থীরা।

আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশের ডিপ্লোমা–ইন–ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত শিক্ষার্থী ব্যানারে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে তাঁরা ৯টি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো কারিগরিতে অধ্যয়নরত অষ্টম সেমিস্টারের প্রায় ২ লাখ শিক্ষার্থীর মৌখিক পরীক্ষা নিয়ে দ্রুত ফল প্রদান এবং কর্মক্ষেত্রে প্রবেশের সুযোগ, সেশনজটে না পড়া, স্বাস্থ্যবিধি মেনে দুই মাস ক্লাস নিয়ে সীমিত সিলেবাসে পরীক্ষা নেওয়া, কারিগরি শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার্থীদের মতো মূল্যায়ন, বেসরকারি পলিটেকনিকে ক্লাস ছাড়া বেতন না নেওয়া, ক্লাস বা পরীক্ষায় অংশগ্রহণ করতে গিয়ে করোনায় আক্রান্ত হলে সরকারের দায়িত্ব নেওয়া, করোনায় উপার্জনহীন হয়ে পড়া পরিবারের শিক্ষার্থীদের ফি সরকারের বহন করা, বিভাগীয় শহরে একটি করে প্রকৌশলী বিশ্ববিদ্যালয় স্থাপন এবং কারিগরিতে শিক্ষকসংকট দূর করা ও ল্যাবের আধুনিকায়ন।  

সাংবাদিক রুহুল আমীন গাজীকে গ্রেপ্তারের প্রতিবাদে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইাউনিয়ন (ডিইউজে)
ছবি : প্রথম আলো

বিএফইউজে ও ডিইউজের মানববন্ধন

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি ও দৈনিক সংগ্রামের প্রধান প্রতিবেদক রুহুল আমীন গাজীকে গ্রেপ্তারের প্রতিবাদে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইাউনিয়ন (ডিইউজে)। মানববন্ধনে উপস্থিত ছিলেন দৈনিক নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব এম আবদুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের সভাপতি কাদের গনি চৌধুরী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ইলিয়াস হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোরসালিন নোমানী প্রমুখ।

আরও পড়ুন