ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা পুনর্বহাল না হলে অবরোধের হুঁশিয়ারি

সরকারি চাকরিতে ৫ শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা পুনর্বহালের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আজ শুক্রবার বিক্ষোভ মিছিল করে ‘আদিবাসী কোটা সংরক্ষণ পরিষদ’ নামে একটি সংগঠন
ছবি: প্রথম আলো

প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৫ শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা পুনর্বহালে সরকারকে ২৭ এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দিয়েছে ‘আদিবাসী কোটা সংরক্ষণ পরিষদ’ নামে একটি সংগঠন। এই সময়ের মধ্যে কোটা পুনর্বহাল না করা হলে ২৮ এপ্রিল সব ক্ষুদ্র জাতিগোষ্ঠী ছাত্রসংগঠনকে সঙ্গে নিয়ে দেশব্যাপী অবরোধের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

আজ শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সামনে এক সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে এ হুঁশিয়ারি দেন আদিবাসী কোটা সংরক্ষণ পরিষদের সদস্যসচিব অলিক মৃ।

সমাবেশের আগে কোটা পুনর্বহালের দাবিতে একটি বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি টিএসসি এলাকায় শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তন চত্বর ও শাহবাগ ঘুরে আবার টিএসসিতে ফিরে আসে। পরে রোকেয়া হলের সামনে সমাবেশ হয়।

সমাবেশে অলিক মৃ বলেন, ‘২০১৮ সালে শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকারি চাকরিতে সব ধরনের কোটা বাতিল করা হয়। সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি চাকরিতে আদিবাসী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সম্প্রতি প্রকাশিত ৪০তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে আমরা সেই প্রতিশ্রুতির প্রতিফলন দেখতে পাইনি।’

কোটা পুনর্বহালের দাবি জানিয়ে অলিক মৃ বলেন, ‘২৭ এপ্রিলের মধ্যে কোটা পুনর্বহাল না করা হলে ২৮ এপ্রিল আমরা আদিবাসী কোটা সংরক্ষণ পরিষদ দেশের সব আদিবাসী ছাত্রসংগঠনকে সঙ্গে নিয়ে দেশব্যাপী অবরোধ কর্মসূচি দিতে বাধ্য হব।’
একই দাবিতে এর আগে ২ এপ্রিল রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ ও ৬ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি করে আদিবাসী কোটা সংরক্ষণ পরিষদ।