খালে নেমে কিশোরী নিখোঁজ

রাজধানীর ডেমরার বামৈল এলাকার ডিএনডি খালে গোসল করতে নেমে আকাশি (১৩) নামের এক কিশোরী নিখোঁজ হয়েছে।
ফায়ার সার্ভিস ও ডেমরা থানার পুলিশ জানায়, কিশোরী আকাশি মা-বাবার সঙ্গে বামৈল এলাকায় থাকে। বুধবার বিকেল ৩টার দিকে সে প্রতিবেশী তিন কিশোরীর সঙ্গে ডিএনডি খালে গোসল করতে নামে। তিন সঙ্গী গোসল করে ওপরে উঠলেও আকাশি খালে ডুবে যায়।

পুলিশ আরও জানায়, এ সময় স্থানীয় অনেকে খালে তল্লাশি চালিয়েও তাকে খুঁজে পায়নি। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। সন্ধ্যার দিকে ফায়ার সার্ভিসের অনুসন্ধানী দল গিয়ে কিশোরীকে উদ্ধারে খালে তল্লাশি শুরু করে।
আকাশির বাবা বামৈল এলাকার নিরাপত্তাকর্মী। মা কমলা বেগম গৃহিণী।


ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বুধবার রাতে প্রথম আলোকে বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরি দল কিশোরীকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
বুধবার রাত ১১টায় ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, আকাশির মা-বাবার সঙ্গে কথা বলে তাঁরা জেনেছেন সে সাঁতার জানে। তবে কিছুটা মানসিক ভারসাম্যহীন। তাকে উদ্ধারের চেষ্টা চলছে। তিনি জানান, খালের গভীরতা ১৫-২০ ফুটের মতো। খালে সামান্য স্রোত আছে।