খিলক্ষেতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

রাজধানীর খিলক্ষেতে মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, আজ বুধবার সকাল নয়টায় খিলক্ষেতের নিকুঞ্জ ১ নম্বর গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর মোটরসাইকেলচালক পালিয়েছেন।

খিলক্ষেতে নিহত ওই ব্যক্তির নাম হাবিবুর রহমান (৩৮)। তিনি ইসলামী ব্যাংক উত্তরা শাখার অফিস সহকারী। হাবিবুর বরিশালের গৌরনদীর নয়াপাড়া গ্রামের জব্বার মোল্লার ছেলে।

খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িত মোটরসাইকেলের চালককে চিহ্নিত করা যায়নি। তাঁকে চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

হাবিবুরের ছোট ভাই জিয়াউর রহমান বলেন, আজ সকালে উত্তরায় কর্মস্থলে যাওয়ার পথে খিলক্ষেতে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন হাবিবুর। এরপর তাঁকে উত্তরা আধুনিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হয়। এরপর দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।