খিলগাঁওয়ে খালে পড়ে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

লাশ
প্রতীকী ছবি

রাজধানীর খিলগাঁওয়ের তিলপাড়া এলাকার একটি খালে পড়ে নিখোঁজ হওয়া ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে নয়টার দিকে লাশটি উদ্ধার করা হয়। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম এ তথ্য জানান।

মারা যাওয়া ব্যক্তির নাম আবুল হোসেন (৪২)। তাঁর বাবার নাম নূরা মিয়া। বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁয়। আবুল হোসেনের লাশ তাঁর ভাই মোহাম্মদ খোকন শনাক্ত করেন।

গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে পুরোনো জিনিসপত্র কুড়াতে গিয়ে খালে পড়ে যান আবুল হোসেন। খালটি বাসাবো খাল নামে পরিচিত।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, দু-তিন দিন ধরে আবুল হোসেনকে স্থানীয় বাসিন্দারা তিলপাড়া এলাকায় পুরোনো জিনিসপত্র কুড়াতে দেখছেন। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে তিনি খালের পাড় ঘেঁষে থাকা ময়লার স্তূপ থেকে বোতল আনতে যান। এ সময় তিনি খালে পড়ে যান।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, আবুল হোসেন তলিয়ে যাওয়ার একপর্যায়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিলেন। তখন স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে তাঁকে উদ্ধারে তৎপরতা শুরু করে।

পুলিশ জানায়, আবুল হোসেন যেখানে পড়ে গিয়েছিলেন, সেখান থেকে প্রায় এক কিলোমিটার দূরে খালের পানির নিচে তাঁর লাশ পাওয়া যায়। ডুবে যাওয়ার এক দিন পর তাঁর লাশটি উদ্ধার করে ফায়ার সার্ভিস।

পুলিশ জানায়, খালটিতে স্রোত আছে। গভীরতা ১০ থেকে ১৫ ফুট। এটি মান্ডা এলাকার বড় খালের সঙ্গে গিয়ে মিশেছে। ময়লার স্তূপে খালটির পাড়ের দিক ভরাট হয়ে গেছে মনে হয়। কিন্তু ভাসমান ময়লার স্তূপের নিচে গভীর পানি। স্রোতে ভেসে লাশটি এক কিলোমিটার দূরে গেছে বলে ধারণা পুলিশের।