খেলার মাঠে মার্কেট নির্মাণ পরিকল্পনার প্রতিবাদে মানববন্ধন

খেলার মাঠে কোনো অবস্থায় মার্কেট নির্মাণ যৌক্তিক পরিকল্পনা হতে পারে না। পুরান ঢাকার মতো ঘিঞ্জি এলাকায় বহুতল মার্কেট নির্মাণ করে যানজটই শুধু বৃদ্ধি পাবে। সিটি করপোরেশনের এই পরিকল্পনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের জন্য ভোগান্তি ছাড়া আর কিছুই হতে পারে না।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোগো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ ধূপখোলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাণিজ্যিক রোববার শিক্ষার্থীরা এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই কর্মসূচির আয়োজন করে সাধারণ শিক্ষার্থীরা।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, দেশের একমাত্র ‘অনাবাসিক’ জগন্নাথ বিশ্ববিদ্যায়ের শিক্ষার্থীদের একটি মাত্র খেলার মাঠ। সেখানে যদি বাণিজ্যিক স্থাপনা নির্মাণ করা হয়, তবে শিক্ষার্থীদের সহশিক্ষার সুবিধা বন্ধ হয়ে যাবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইতিমধ্যে এসব ক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করে নিজেদের অবস্থান দেখিয়ে দিয়েছে। মাঠে শুধু খেলার সুযোগ-সুবিধাই রাখতে হবে। এখানে বাণিজ্যিক স্থাপনা থাকতে পারে না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজেই মাঠ সংস্কারের সক্ষমতা রাখে।

মানববন্ধনে নাট্যকলা বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন বলেন, পুরান ঢাকায় বর্তমানে সবুজ মাঠের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি। কিন্তু মার্কেট নির্মাণে এই এলাকার পরিবেশ আরও খারাপ হয়ে যাবে। সিটি করপোরেশনের উচিত খোলা সবুজ স্থান বৃদ্ধিতে গুরুত্ব দেওয়া।

মানববন্ধনে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে শাখা ছাত্রলীগের পদ প্রত্যাশী একাধিক কর্মী অংশ নেয়। কর্মসূচি শেষে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে একটি স্মারকলিপি জমা দেয়। এ সময় উপাচার্য ইমদাদুল হক শিক্ষার্থীদের দ্রুত বিষয়টি সমাধানের আশ্বাস দেন।