গুলশানে ভবনে এসি বিস্ফোরণ, একজনের লাশ উদ্ধার

অগ্নিকান্ড
প্রতীকী ছবি

রাজধানীর গুলশান–২–এ ইম্পিরিয়াল ফাইন্যান্স নামে ১৪ তলা একটি ভবনের নিচতলায় সংযুক্ত আরব আমিরাতের ভিসা সেন্টারে আজ বুধবার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ ও ফায়ার সার্ভিস বলেছে, ভবনটির কেন্দ্রীয় শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রে (এসি) এই বিস্ফোরণ হয়। ভবনের ছাদ থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বিস্ফোরণের পর সৃষ্ট আগুনে পাঁচজন দগ্ধ হয়েছেন।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত কর্মকর্তা রাসেল শিকদার বলেন, বেলা দুইটার দিকে ভিসা সেন্টারে বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে যায়। এর আগেই স্থানীয়ভাবে আগুন নিভিয়ে ফেলা হয়।

পরে ১৪ তলা ভবনের সেন্ট্রাল এসি ব্যবস্থার কন্ট্রোল রুমে (ভবনের ছাদে) গিয়ে একজনের লাশ পাওয়া যায়। কন্ট্রোল রুম থেকে সংঘটিত বিস্ফোরণে তিনি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম বলেন, দুপুরে ভবনটিতে হঠাৎ এসির বিস্ফোরণ ঘটে। এ সময় ভবনের নিচতলায় ভিসা সেন্টারে আগুন লেগে যায়। এতে ভবনে কর্মরত পাঁচ কর্মকর্তা–কর্মচারী আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে পাঠানো হয়েছে।