গুলশানে বিদেশি মদসহ তিনজন গ্রেপ্তার
রাজধানীর গুলশান-১-এ দুটি বাড়িতে অভিযান চালিয়ে বিদেশি মদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত গুলশান-১-এর ১২৮ নম্বর সড়কের ৬ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে ১৪৯ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। পরে একই এলাকার ১১৩ নম্বর সড়কে একটি রিয়েল এস্টেটের কার্যালয়ে অভিযান চালিয়ে বেশ কয়েক বোতল বিদেশি মদ পাওয়া যায়। গ্রেপ্তার তিনজন হলেন ফয়সাল, আলম ও ইব্রাহীম। অভিযানে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত দুটি গাড়িও জব্দ করা হয়েছে।
অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো উত্তরের উপপরিচালক রাশেদুজ্জামান ঘটনাস্থলে সাংবাদিকদের ব্রিফ করেন। এ সময় তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আবাসন ব্যবসার আড়ালে গ্রেপ্তার ফয়সাল দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
তাঁর বাসা থেকে বিদেশি মদের অনেক বোতল উদ্ধার করা হয়েছে। এসব মাদক তাঁরা কোথা থেকে সংগ্রহ করেছেন, এ বিষয়ে অনুসন্ধান চলবে। এ ঘটনায় মাদক আইনে মামলা হবে।
রাশেদুজ্জামান আরও জানান, ফয়সালের কাছে ২০০৯ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দেওয়া লাইসেন্স ছিল। তবে পরে আর সেটি নবায়ন করেননি তিনি। এ ছাড়া লাইসেন্স থাকলেও এত মাদক নিজের কাছে রাখার সুযোগ নেই।