গুলশানে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

মৃত্যু
প্রতীকী ছবি

নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহীন আলম মোল্লা (৩৮) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। রাজধানীর গুলশান মেইন রোড এলাকায় আর কে স্কয়ার প্রপার্টি প্রাইভেট লিমিটেডের একটি ভবনে কাজ করছিলেন তিনি।

আজ শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটে। অচেতন অবস্থায় সহকর্মীরা শাহীনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাহীনের সহকর্মী শামসুল ইসলাম বলেন, ‘আমরা গুলশানের ১৩ নম্বরে আর কে স্কয়ার প্রপার্টিজের একটি নির্মাণাধীন ভবনে কাজ করছিলাম। পানির মোটরের সুইচ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয় শাহীন। পরে রুমে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে আমরা দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

শামসুল ইসলাম জানান, শাহীনের গ্রামের বাড়ি বরিশালে। জেলার ভাসানচর এলাকার নুরুল হক মোল্লার সন্তান তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, গুলশান থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন নির্মাণশ্রমিক এসেছিলেন। মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।