গুলিস্তানের ফুটপাত আবারও বেদখল

>রাজধানীর গুলিস্তানের ফুটপাতগুলো স্থায়ীভাবে হকারমুক্ত করা যায়নি। মাঝে মাঝে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষ হকার উচ্ছেদে নামে। কিন্তু কয়েক দিন বাদেই আবারও আগের চেহারায় ফিরে আসে। আজ বৃহস্পতিবার গিয়ে দেখা গেল পুরো গুলিস্তান এলাকায় ফুটপাত দখল করে চলছে জমজমাট ব্যবসা। হাঁটার জায়গা নেই বললেই চলে। পথচারীরা বাধ্য হয়ে নেমে পড়ছেন সড়কে।
ফুটপাতজুড়ে জুতার দোকান।
ফুটপাতজুড়ে জুতার দোকান।
চলছে জুতার দরদাম।
চলছে জুতার দরদাম।
ফুটপাতের দুপাশে দোকান, মাঝখানে সরু জায়গা।
ফুটপাতের দুপাশে দোকান, মাঝখানে সরু জায়গা।
দোকান বসেছে সড়কেও।
দোকান বসেছে সড়কেও।
পথচারীদের অনেকটা কসরত করেই ফুটপাতে হাঁটতে হচ্ছে।
পথচারীদের অনেকটা কসরত করেই ফুটপাতে হাঁটতে হচ্ছে।
পথচারীদের অসুবিধায় হকারদের ভ্রুক্ষেপ নেই।
পথচারীদের অসুবিধায় হকারদের ভ্রুক্ষেপ নেই।
ফুটপাত জুড়ে পোশাকের দোকান।
ফুটপাত জুড়ে পোশাকের দোকান।
ফুটপাত না দোকান—বোঝার উপায় নেই।
ফুটপাত না দোকান—বোঝার উপায় নেই।