গ্রিল কেটে অফিসে চুরি করেন তাঁরা

প্রতীকী ছবি

রাজধানীর গুলশানে ব্র্যাক আইটি সার্ভিসেস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের ল্যাপটপ চুরির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকেলে ময়মনসিংহ ও গাজীপুর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন নুরু জামাল, আসলাম জমাদার, রফিকুল ইসলাম ওরফে রউফ ও মো. খোকন মল্লিক। পুলিশ বলছে, এই ব্যক্তিরা চোর চক্রের সদস্য। চক্রটি দীর্ঘদিন ধরে রাজধানীর গুলশান, বনানী এবং গাজীপুরের বিভিন্ন অফিসে চুরি করে আসছিল। এর সদস্যরা মূলত গ্রিল কেটে অফিসে ঢুকে টাকা, ল্যাপটপসহ দামি জিনিসপত্র চুরি করতেন।

গত মঙ্গলবার গুলশানে ব্র্যাকের আইটি অফিস ল্যাবের জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে ৩২টি ল্যাপটপ চুরি করে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুলশান থানায় চুরির মামলা হয়।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসান বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়।

পাশাপাশি বিভিন্ন তথ্য–উপাত্ত বিশ্লেষণ করে ওই চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে চুরি হওয়া ১২টি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, ‘তাঁরা পেশাদার চোর। চুরি করে জীবিকা নির্বাহ করতেন।’