চতুর্থ বিজ্ঞানচিন্তা-মেটাল বিজ্ঞান বক্তৃতা মঙ্গলবার

চতুর্থ বিজ্ঞানচিন্তা-মেটাল বিজ্ঞান বক্তৃতা অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আধুনিক ভাষা ইনস্টিটিউটে আগামীকাল মঙ্গলবার। ছবি: সংগৃহীত
চতুর্থ বিজ্ঞানচিন্তা-মেটাল বিজ্ঞান বক্তৃতা অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আধুনিক ভাষা ইনস্টিটিউটে আগামীকাল মঙ্গলবার। ছবি: সংগৃহীত

চতুর্থ বিজ্ঞানচিন্তা-মেটাল বিজ্ঞান বক্তৃতা অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আধুনিক ভাষা ইনস্টিটিউটে। আগামীকাল মঙ্গলবার বেলা তিনটায় ‘প্রযুক্তির তিন ভুবন: ন্যানো, ইলেকট্রনিকস ও প্রোগ্রামিং’ শিরোনামে অনুষ্ঠিত হবে এ পাবলিক লেকচার।

পাবলিক লেকচারে বক্তব্য দেবেন অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ প্রভাষক মুহম্মদ জহিরুল আলম সিদ্দিকী, যুক্তরাজ্যের ডাইনেক্স সেমিকন্ডাক্টরের সিনিয়র ইলেকট্রনিকস ডিজাইন ইঞ্জিনিয়ার জাহিদুল হক এবং যুক্তরাষ্ট্রের কডিনিসম লিমিটেডের ওয়েব ডেভেলপার ও পাইথন ট্রেইনার ঝংকার মাহবুব।

পাবলিক লেকচারে বক্তারা তাঁদের প্রযুক্তিবিদ হয়ে ওঠার গল্প যেমন বলবেন, জানাবেন ব্যক্তিজীবনের কথাও। বাংলাদেশে কাটানো ছেলেবেলা, শিক্ষাজীবন নিয়েও কথা বলবেন, উৎসাহিত করবেন তরুণ প্রযুক্তিপ্রেমীদের। কীভাবে বিশ্বসেরা প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়া যায়, সে রহস্যও ভাঙবেন তাঁরা। কথা বলবেন তাঁদের ভালো লাগার বিষয়গুলোর নিয়েও। দেবেন উপস্থিত দর্শকদের প্রযুক্তিবিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর। থাকবে প্রযুক্তিবিষয়ক কুইজ প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার।

বিজ্ঞান বক্তৃতার এই আয়োজন সবার জন্য উন্মুক্ত। কোনো নিবন্ধনের দরকার হবে না।