চার নারী পেলেন রাঁধুনী কীর্তিমতী সম্মাননা

রাঁধুনী কীর্তিমতী সম্মাননা স্মারক হাতে বাঁ থেকে ফিরোজা খাতুন, শামীমা সুলতানা, জেসমিন সুলতানা (ডান থেকে দ্বিতীয়) ও শেখ সাবিহা আলম (সর্ব ডানে)। মাঝে স্কয়ার ফার্মার পরিচালক আনিকা চৌধুরী। ৬ মার্চ রাজধানীর একটি হোটেলে
ছবি: প্রথম আলো

সাংবাদিকতা, সমাজকল্যাণ, ব্যবসায় উদ্যোগ ও ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য চার কৃতী নারী পেলেন ‘রাঁধুনী কীর্তিমতী সম্মাননা ২০২০’। আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে শনিবার রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্র্যান্ড ‘রাঁধুনী’ ১৪ বছর ধরে এই পুরস্কার দিয়ে আসছে। এবারের আয়োজনে ১০ বার দেশের দ্রুততম মানবীর খেতাব অর্জনকারী ময়মনসিংহের ফিরোজা খাতুন পেয়েছেন ‘কীর্তিমতী ক্রীড়াবিদ’ সম্মাননা। বিশ্লেষণী ও অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে অপরাধ ও অনিয়মের তথ্য তুলে ধরার স্বীকৃতি হিসেবে ‘কীর্তিমতী সাংবাদিক’ সম্মাননা পেয়েছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক শেখ সাবিহা আলম। শ্রমজীবী শিশুদের জন্য অবৈতনিক স্কুল পরিচালনা এবং অসহায় নারীদের অধিকার প্রতিষ্ঠায় এগিয়ে আসা চট্টগ্রামের জেসমিন সুলতানা পেয়েছেন ‘কীর্তিমতী হিতৈষী’ সম্মাননা। নারীদের স্বাবলম্বী করে তুলতে নানা উদ্যোগ নিয়ে খুলনার শামীমা সুলতানা পেয়েছেন ‘কীর্তিমতী উদ্যোক্তা’ সম্মাননা।

সম্মাননা পাওয়া নারীদের হাতে ক্রেস্ট ও চেক তুলে দেন বাংলাদেশ প্রতিদিন-এর সম্পাদক নঈম নিজাম, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন, বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান কিশোর কুমার দাস, আইইডিসিআরের সহযোগী অধ্যাপক এন কে নাতাশা এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালসের পরিচালক (বিজনেস ডেভেলপমেন্ট) আনিকা চৌধুরী।

নাদিয়া আহমেদ ও তাঁর দলের অংশগ্রহণে নৃত্য পরিবেশনার মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠান শেষ হয় সংগীতশিল্পী তাহসান খানের গানের মাধ্যমে।