চারুকলায় মৃৎশিল্প প্রদর্শনী

অতিথিদের সঙ্গে পুরস্কার বিজয়ী শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত
অতিথিদের সঙ্গে পুরস্কার বিজয়ী শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে শুরু হয়েছে ‘বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী ২০১৯’। মৃৎশিল্প বিভাগের আয়োজনে গতকাল বুধবার থেকে এই প্রদর্শনী শুরু হয়েছে। মৃৎশিল্প বিভাগের ৪৬ জন শিক্ষার্থীর মোট ৯৩টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনী উদ্বোধনের পাশাপাশি মৃৎশিল্প বিভাগের আট শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

প্রদর্শনীর উদ্বোধন করেন চিত্রশিল্পী হাশেম খান। উদ্বোধন ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন এবং চিত্রশিল্পী অধ্যাপক সৈয়দ আবুল বারক আলভী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৃৎশিল্প বিভাগের প্রধান দেবাশীষ পাল।

পুরস্কার বিজয়ী মৃৎশিল্প বিভাগের আট শিক্ষার্থী হলেন যূথিকা ভৌমিক (শ্রেষ্ঠ নিরীক্ষামূলক), হালিমা আক্তার (শ্রেষ্ঠ মৃৎশিল্প মাধ্যম), মোতমাইন্না মনি (শিল্পী মীর মোস্তফা আলী স্মৃতি পুরস্কার), শারমিন আক্তার (শিল্পী কৌইচি তাকিতা সম্মান পুরস্কার), অবিনাশ সামুন্ধ (শিল্পী শামসুল ইসলাম নিজামী স্মৃতি পুরস্কার), ইসরাত জাহান (শিল্পী গোপেশ মালাকার সম্মান পুরস্কার), বিপ্রজিৎ রায় (শিল্পী মরণচাঁদ পাল স্মৃতি পুরস্কার) এবং হেদায়েত উল্ল্যাহ (শিল্পী আবু সাঈদ তালুকদার স্মৃতি পুরস্কার)।

প্রদর্শনী চলবে ৮ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। বিজ্ঞপ্তি।